www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধর্ষণের শব্দ

ধর্ষণের শব্দ
মোঃ রায়হান কাজী
__________________

আকাশে বাতাসে ধর্ষণের শব্দ শুনে,
বাকরুদ্ধ আমি পশু সমতুল্য মানসিকতা দেখে৷
কতোটা নিমজ্জিত হয়ে পশুর ন্যায়,
আচার-আচরণ করে দেখ পথেঘাটে।

আইন তো আছে সংবিধানের পাতায় ভর করে,
মানছি কী আমরা সঠিক ভাবে?
নিয়ম কানুনকে বুড়োআঙুল দেখিয়ে,
অপরাধের হার বাড়ছে যে দিনে দিনে৷

নারীর মুখে দেখ লেগে আছে হাসি,
এখন নিমিষেই তা কেড়ে নিচ্ছে
পশুতুল্য মানুষগুলি বিবেক শূন্য করে।
কান্নায় স্বরচিত হচ্ছে দুর্ঘটনায় জর্জরিত হয়ে।

চোখের কোণের জলে ভাসছে দেখ পথঘাট,
দুষ্টদের অট্রহাসিতে ফেটে পড়ছে ইট পাথরের দালানগুলি।
ধর্ষণের শিকার হয়ে মা-বোন করছে যে আহাজারি,
রক্তে লাল হচ্ছে জামা-কাপড় আর শরীর খানি।

তবুও থামছে না ধর্ষকদের কলুষিত থাবা অন্তর থেকে,
শ্লীলতাহানি করছে মা-বোন তুল্য নারীদেরকে।
অগ্রগামীতার শ্লোগান দিচ্ছে যখন নারীকে নিয়ে,
থমকে দিচ্ছে তাদেরকে ধর্ষণের ঘটনা ঘটিয়ে।
বোধহয় কাঁপনি ওঠে কলিজা জোড়ে আগুনের ফুলকি ছুটিয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast