www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনেকটা পথ পেরিয়ে এসেছি

অনেকটা পথ পেরিয়ে এসেছি
মোঃ রায়হান কাজী
----------------------------
জীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছি,
এ-র মধ্য কিছু সাফল্য ছিনিয়ে আনতে গিয়ে,
অনেককে মজার ছলে হাসিয়েছি।
অনেককে আবার আবেগঘন কথাবার্তা বলে,
অসময়ে বৃষ্টিতে অঝোরে কাঁদিয়েছি।

তবুও অনেকটা পথ পেরিয়ে এসেছি,
কতশত ঘটনা ঘটিয়ে রটিয়েছি
সবার মুখের বুলিতে পরিনত হয়তোবা হয়েছি।
মহাজীবনের ক্ষয় বেদনার সঞ্চয়,
তপ্ত হৃদয়ে রক্তের দাগ লাগিয়েছি।
স্বপ্ন পূরণের লক্ষ্য নিরলস সাধন করেছি,
এগিয়ে গিয়ে ও পূর্ণ সফলতা এখনো পায়নি।

তারপরও অনেকটা পথ পেরিয়ে এসেছি,
ক্রমাগত জীবনমানের উন্নয়নের প্রচেষ্টায়
তৃষ্ণাত্ব হয়ে অনেক বইয়ের পাতায় মুখ ডুবিয়েছি।
অপূর্ণ আকাঙ্খাগুলো স্মৃতি চারণা করতেই,
ধৈর্যের বাঁধে ফাটলের ভয়ে সঙ্কোচন বাড়িয়েছি।
ভাবুক মনে ভাবনার প্রতিফলন ঘটিয়ে,
সাফল্য চিনেছে যে- বিভীষণ।
কিছু অর্জন আছে ক্ষুদ্র জীবনের গতিপথে,
স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে দৃষ্টির পড়েনি বিকিরণ।

পরিশেষে অনেকটা পথ পেরিয়ে এসেছি,
জানি আরও বহুদূর এগিয়ে যেতে হবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৫/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সিবগাতুর রহমান ৩০/০৬/২০২৩
    দারুন লিখেছেন
  • এগিয়ে যেতে হয় সাফল্যের লক্ষ্যে!
  • রাবেয়া মৌসুমী ০৬/০৫/২০২৩
    চালিয়ে যান ভালোলাগা রইলো।
  • মুহম্মদ রফিকুল ইসলাম ০৪/০৫/২০২৩
    অন্যের কবিতা চুরি করে নিজের নামে লিখে বড় কবি সাজেন কাজী সাহেব। তার সব কবিতাই দেশবরেণ্য কবিদের থেকে চুরি করা। তিনি একজন প্রতিষ্ঠিত কবিতা চোর। tarunyo.com থেকে তার ব্লগ বাতিলের দাবি করছি।
    • Md. Rayhan Kazi ০৭/০৫/২০২৩
      আচ্ছা তা প্রমাণ করতে পারবেন। আপনি যদি একটা কবিতা মিলিয়ে দেখাতে পারেন কথা দিচ্ছি লেখালেখি ছেড়ে দিবো।
  • ফয়জুল মহী ০৩/০৫/২০২৩
    খুব সুন্দর শব্দ মালা ।
    কবিকে অভিনন্দন প্রাণঢালা ।।
 
Quantcast