www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা মানে

ভালোবাসা মানে
মোঃ রায়হান কাজী
--------------------
ভালোবাসা মানে তোমার কথা ভাবা,
শিরা-উপশিরা জুড়ে রক্তে ঢেউ ওঠা।
বিরহ বালুতে দুজন পাশাপাশি খালিপায়ে হাঁটা,
পরম আবেশে পরস্পরকে বন্ধনে কাছেটানা।
ভালোবাসা মানে হৃদয়ে হৃদয় জরিয়ে রাখা,
সংগীত স্রোতে মনোহরণ করা অতলান্ত নেশা।

ভালোবাসা মানে কালবৈশাখী ঝরে দিক হারা,
আঁধার কালো মেঘে চারদিক ছেয়ে থাকা।
বৃষ্টির দিনে ছাতা হাতে দুজনে হেঁটে যাওয়া,
ঠান্ডা শীতল হাওয়ায় স্নিগ্ধ জোছনায় মৃদু হাসা।
ভালোবাসা মানে কপির পেয়ালায় চুমুক দেওয়া,
আড্ডা বাজিতে দুজন এক সাথে গল্পবুনা।

শেষ হয়ে যাওয়া কথার পর রেশ মুখে থাকা,
অব্যক্ত কথাগুলো মনের কোণে আগলে রাখা।
তোমার কথা মনে এলে তোলপাড় জীবন-জোড়া,
আলোর গহ্বরে সাথে দীর্ঘকক্ষণ একসাথে চলা।
তোমার কথা আজও মনে পড়লে রক্তে ঢেউ ওঠে,
তুমি বসে আমি দাঁড়িয়ে ঝড় হয় হৃদয়ে সর্বদা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুয়েল হক ১৯/০৫/২০২১
    অসাধারণ
  • প্রদীপ কুন্ডু ১৮/০৫/২০২১
    খুব সুন্দর
  • অনুভূতিটুকু চমৎকার।
  • খুব সুন্দর হয়েছে।
  • beautiful
  • তরুন ইউসুফ ১৭/০৫/২০২১
    দারুন
  • ফয়জুল মহী ১৭/০৫/২০২১
    প্রাণোৎসর্গে রঞ্জিত সুন্দর বহিঃপ্রকাশ ।
 
Quantcast