ভালোবাসা মানে
    ভালোবাসা মানে
মোঃ রায়হান কাজী
--------------------
ভালোবাসা মানে তোমার কথা ভাবা,
শিরা-উপশিরা জুড়ে রক্তে ঢেউ ওঠা।
বিরহ বালুতে দুজন পাশাপাশি খালিপায়ে হাঁটা,
পরম আবেশে পরস্পরকে বন্ধনে কাছেটানা।
ভালোবাসা মানে হৃদয়ে হৃদয় জরিয়ে রাখা,
সংগীত স্রোতে মনোহরণ করা অতলান্ত নেশা।
ভালোবাসা মানে কালবৈশাখী ঝরে দিক হারা,
আঁধার কালো মেঘে চারদিক ছেয়ে থাকা।
বৃষ্টির দিনে ছাতা হাতে দুজনে হেঁটে যাওয়া,
ঠান্ডা শীতল হাওয়ায় স্নিগ্ধ জোছনায় মৃদু হাসা।
ভালোবাসা মানে কপির পেয়ালায় চুমুক দেওয়া,
আড্ডা বাজিতে দুজন এক সাথে গল্পবুনা।
শেষ হয়ে যাওয়া কথার পর রেশ মুখে থাকা,
অব্যক্ত কথাগুলো মনের কোণে আগলে রাখা।
তোমার কথা মনে এলে তোলপাড় জীবন-জোড়া,
আলোর গহ্বরে সাথে দীর্ঘকক্ষণ একসাথে চলা।
তোমার কথা আজও মনে পড়লে রক্তে ঢেউ ওঠে,
তুমি বসে আমি দাঁড়িয়ে ঝড় হয় হৃদয়ে সর্বদা।
মোঃ রায়হান কাজী
--------------------
ভালোবাসা মানে তোমার কথা ভাবা,
শিরা-উপশিরা জুড়ে রক্তে ঢেউ ওঠা।
বিরহ বালুতে দুজন পাশাপাশি খালিপায়ে হাঁটা,
পরম আবেশে পরস্পরকে বন্ধনে কাছেটানা।
ভালোবাসা মানে হৃদয়ে হৃদয় জরিয়ে রাখা,
সংগীত স্রোতে মনোহরণ করা অতলান্ত নেশা।
ভালোবাসা মানে কালবৈশাখী ঝরে দিক হারা,
আঁধার কালো মেঘে চারদিক ছেয়ে থাকা।
বৃষ্টির দিনে ছাতা হাতে দুজনে হেঁটে যাওয়া,
ঠান্ডা শীতল হাওয়ায় স্নিগ্ধ জোছনায় মৃদু হাসা।
ভালোবাসা মানে কপির পেয়ালায় চুমুক দেওয়া,
আড্ডা বাজিতে দুজন এক সাথে গল্পবুনা।
শেষ হয়ে যাওয়া কথার পর রেশ মুখে থাকা,
অব্যক্ত কথাগুলো মনের কোণে আগলে রাখা।
তোমার কথা মনে এলে তোলপাড় জীবন-জোড়া,
আলোর গহ্বরে সাথে দীর্ঘকক্ষণ একসাথে চলা।
তোমার কথা আজও মনে পড়লে রক্তে ঢেউ ওঠে,
তুমি বসে আমি দাঁড়িয়ে ঝড় হয় হৃদয়ে সর্বদা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সুয়েল হক ১৯/০৫/২০২১অসাধারণ
- 
        প্রদীপ কুন্ডু ১৮/০৫/২০২১খুব সুন্দর
- 
        স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৫/২০২১অনুভূতিটুকু চমৎকার।
- 
        শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০৫/২০২১খুব সুন্দর হয়েছে।
- 
        শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৫/২০২১beautiful
- 
        তরুন ইউসুফ ১৭/০৫/২০২১দারুন
- 
        ফয়জুল মহী ১৭/০৫/২০২১প্রাণোৎসর্গে রঞ্জিত সুন্দর বহিঃপ্রকাশ ।


