www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমে প্রাণে গানে গন্ধে ছন্দে

প্রেমে প্রাণে গানে গন্ধে ছন্দে
মোঃ রায়হান কাজী
--------------------------
প্রেমে প্রাণে গানে গন্ধে ছন্দে একত্রে করিয়া,
অলস আঁখির আবরণ জোড়া গেল খুলিয়া।
চেতনার অমলিন কল্যাণে স্রোতস্বিনী বহিয়া,
জীবন প্রবাহিত হলো একান্ত সুধাময় ভরিয়া।

দিকে দিকে আজ ফুটিয়া ফুলের রন্ধ্রে,
মৃদু আলোতে জাগিল আমার হৃদযন্ত্র ।
প্লাবিত করিয়া নিখিল ধরনীর অন্তরালে,
তোমার ছোঁয়ার অমৃত পড়িতেছে ঝরিয়া।

নীরব বাতায়নে জাগ্রত দ্বার খুলিয়া,
উষার উদয়নকালে দুজনা একসাথে বসিয়া।
দেখবো নীলাভ ঘাস নীল আকাশ জুড়িয়া,
পাখিদের নীড় বর্তমান যাচ্ছে দূরে উড়িয়া।

মন্দ মধুর আলাপনে বসিয়া নির্জন দ্বারে,
তোমার স্পর্শ পেতে ইচ্ছুক মন একান্ত বিলাসে।
সাজাবো তরুলতা দিয়ে পুষ্পসজ্জা আবেশে,
হারাবো দুজনাই স্বপ্নলোকের অতুল গভীরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আশরাফুল হক মহিন ১৩/০৩/২০২১
    nice priyo
  • শাহনূর ১১/০৩/২০২১
    আপনার সুন্দর ছন্দে রন্ধ্রে রন্ধ্রে আমি মুগ্ধ হলাম।
  • বাহ্
  • ফয়জুল মহী ০৯/০৩/২০২১
    Amazing writen
  • অতি উত্তম।
  • awesome
 
Quantcast