শীত এসেছে
    শীত এসেছে 
মোঃ রায়হান কাজী
-------------------
শীত এসেছে প্রকৃতির মাঝে,
ঠান্ডা বাতাসে কাঁপুনি ওঠে।
শীত এসেছে হিমেল হাওয়ায়
স্রোত সংগীত আনন্দ উল্লাসে।
শীত এসেছে সরিষা ফুলে,
মৌমাছির ভ্রমরগুলো মধু খোঁজে।
শীত এসেছে শিউলি তলায়,
শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ মেলায়।
শীত এসেছে রসের হাঁড়ি খেঁজুর গাছে,
ভাবতেই হৃদয় প্রাণে দোলা লাগে।
শীত এসেছে হিম-কুয়াশার সাদা চাদরে,
গরম কাপড়ে আবৃত করতে।
শীত এসেছে গুটি শুটি পায়ে স্তব্ধ হয়ে,
সকালবেলার রৌদ্রস্নানে হামাগুড়ি দিতে।
শীত এসেছে ঘাসের ডগায় শিশির বিন্দু হয়ে,
সাজলো আকাশ কুয়াশার চাদরের আবরণে।
মোঃ রায়হান কাজী
-------------------
শীত এসেছে প্রকৃতির মাঝে,
ঠান্ডা বাতাসে কাঁপুনি ওঠে।
শীত এসেছে হিমেল হাওয়ায়
স্রোত সংগীত আনন্দ উল্লাসে।
শীত এসেছে সরিষা ফুলে,
মৌমাছির ভ্রমরগুলো মধু খোঁজে।
শীত এসেছে শিউলি তলায়,
শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ মেলায়।
শীত এসেছে রসের হাঁড়ি খেঁজুর গাছে,
ভাবতেই হৃদয় প্রাণে দোলা লাগে।
শীত এসেছে হিম-কুয়াশার সাদা চাদরে,
গরম কাপড়ে আবৃত করতে।
শীত এসেছে গুটি শুটি পায়ে স্তব্ধ হয়ে,
সকালবেলার রৌদ্রস্নানে হামাগুড়ি দিতে।
শীত এসেছে ঘাসের ডগায় শিশির বিন্দু হয়ে,
সাজলো আকাশ কুয়াশার চাদরের আবরণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সাখাওয়াত হোসেন ১৫/০১/২০২১অসাধারণ কথামালা সাজিয়ে অনন্য প্রকাশ।
- 
        শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০১/২০২১excellent post
- 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০১/২০২১দারুণ
- 
        সাখাওয়াত হোসেন ১৫/০১/২০২১এসেছে শীত ধরণীতে
 নানারকম পিঠাপুলির সংবাদ নিয়ে…
- 
        স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০১/২০২১এলো শীত
 গাইতে ঠান্ডার গীত।
- 
        ফয়জুল মহী ১৫/০১/২০২১খুব ভালো লাগল।


