আত্মদান
    আত্মদান 
মোঃ রায়হান কাজী
---------------------
কোন সে বাঁধনে বাঁধা পরা আমার প্রাণ,
অঙ্গের সাধনে ধূমায়িত সুরে মিশ্রিত গান।
নিবিড়তাবর্ধন আকস্মিক চেতনার দান,
চঞ্চল বহির্ভূত সম্পর্কের চিরন্তন স্নান।
কোনো কথা বলতে গেলেই গুণগত মান?
সামনে দাঁড়িয়ে নয়ন দৃষ্টি হয়েছে আজ ম্লান।
যে কথা হয়েছে অতীত বন্দনার শেষে অঘ্রান,
এখনো রয়েছে রেশ তা যেন গোলাপে অম্লান।
অরণ্য-মর্মর সুদূর অগোচরে আছে বয়ান,
করুণ বিস্মৃতি আর উপভোক্তার আত্মদান।
সামনে দাঁড়িয়ে চোখাচোখি করাতেই বিশ্বায়ন,
এ বুঝি প্রকৃতির মাঝে গুঞ্জরিত জাল বুনন।
বিপুলা এই বসুন্ধরার মাঝে আশ্বাসেও দেন
দীর্ঘপথ রাত্রিকালেও ভালোমন্দর আশ্রয়স্থান।
দিগ্বলয়ের অদৃশ্য কল্পলোকের ইঙ্গিতলীন,
বেজে ওঠে রবির কিরণে ঝলমলিয়ে অশ্রুবীন।
মোঃ রায়হান কাজী
---------------------
কোন সে বাঁধনে বাঁধা পরা আমার প্রাণ,
অঙ্গের সাধনে ধূমায়িত সুরে মিশ্রিত গান।
নিবিড়তাবর্ধন আকস্মিক চেতনার দান,
চঞ্চল বহির্ভূত সম্পর্কের চিরন্তন স্নান।
কোনো কথা বলতে গেলেই গুণগত মান?
সামনে দাঁড়িয়ে নয়ন দৃষ্টি হয়েছে আজ ম্লান।
যে কথা হয়েছে অতীত বন্দনার শেষে অঘ্রান,
এখনো রয়েছে রেশ তা যেন গোলাপে অম্লান।
অরণ্য-মর্মর সুদূর অগোচরে আছে বয়ান,
করুণ বিস্মৃতি আর উপভোক্তার আত্মদান।
সামনে দাঁড়িয়ে চোখাচোখি করাতেই বিশ্বায়ন,
এ বুঝি প্রকৃতির মাঝে গুঞ্জরিত জাল বুনন।
বিপুলা এই বসুন্ধরার মাঝে আশ্বাসেও দেন
দীর্ঘপথ রাত্রিকালেও ভালোমন্দর আশ্রয়স্থান।
দিগ্বলয়ের অদৃশ্য কল্পলোকের ইঙ্গিতলীন,
বেজে ওঠে রবির কিরণে ঝলমলিয়ে অশ্রুবীন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সাইয়িদ রফিকুল হক ১৪/০১/২০২১সুন্দর!
- 
        ফয়জুল মহী ১৪/০১/২০২১অনেক সুন্দর পরিপাটি শব্দের
 সমাহার ভালো হয়েছে।
- 
        স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০১/২০২১চমৎকার কবিতাশৈলী।


