www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশাতীত

আশাতীত
মোঃ রায়হান কাজী
-----------------------------
নয়ন প্রাণে হৃদয় ছুটে শরীর জুড়ে,
এইটুকু প্রেমকাহিনী নয়কো মুটে।
শুক্লসন্ধ্যা ফুলের বাগান থেকে সৌরভ,
যাচ্ছে ভেসে হাওয়ার সাথে চারদিকে।

আমার বাঁশির সুরগুলো সব পিঙ্গি হয়ে,
লুটায় পুঁজি ভূমির সাথে মিশ্রিত হয়ে।
নিজের অন্তরালে আমি শুধু খুঁজি তারে,
তোমার আমার এই যে প্রণয় সোজাসুজি।

তোমার হাতের নিতান্তই ফুলের ঝুরি,
বসন্তরঙ আর পুষ্পের হার নয়তো বাড়াবাড়ি।
স্তুতিরূপ যূথীর মালা বক্ষপ্রাণে মিশে,
একটু হাসি একটু কাঁদি দুজনে দূরে বসে।

ভালোবাসা একটু দেওয়া হয় কি নেওয়া,
প্রকাশভঙ্গী বিচরনের অস্থিমজ্জায় আঘাত করা।
চক্ষু নেশায় মাতাল হওয়া উচিত হবে কী?
একটু রাখা,একটু ঢাকা শরমখানী লুকায়িত রাখা।

অসীম পথে সসীম হয়ে যায়না বাঁধা রক্ত ডিঙিয়ে,
আনবো হেঁয়ালির দূর আকাশের রক্তিম সূর্য মামা।
আশার মাঝে হারিয়ে গিয়ে হয়েছি আমি আশাতীত,
ভাষার সাগরে হারিয়ে গিয়ে হয়েছি আমি ভাষাতীত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার।
  • আখলাক হুসাইন ০৮/০১/২০২১
    সুন্দর
  • ভাল।
  • পি পি আলী আকবর ০৭/০১/২০২১
    ভালো
  • excellent
  • সাখাওয়াত হোসেন ০৬/০১/২০২১
    দারুণ মনোমুগ্ধকর লেখনি।
  • ফয়জুল মহী ০৬/০১/২০২১
    মন ছুঁয়ে গেলো। এক কথায় বেশ চমকপ্রদ রচনা।
 
Quantcast