www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলোছায়ার ধরণীর মাঝে

আলোছায়ার ধরণীর মাঝে
মোঃ রায়হান কাজী
_______________
আলোছায়ার ধরণীর মাঝে,
আমার নয়ন জোড়া মেলে এই পথে।
স্বপ্নধারে হৃদয় হেরিলাম গোপনে,
ঝরাপাতার অম্লীয় অরুণ রাঙা চরণে।

নিমগাছের পাশে কাছাকাছি গিয়ে,
সতেজ হাওয়া গ্রহণ করি মনখোলে।
ফুলের সুগন্ধি মাখিয়ে নেয় প্রাণে,
দূরের বাগান থেকে আসা কুঞ্জের সৌরভে।

ঝরে পড়া পাতার ফাঁকে ফাঁকে,
শিশির বিন্দু সিন্ধু হয়ে খেলা করে।
ঘাসের ডগায় মুক্তা হয়ে ঝলসিয়ে
চক্ষু আমার পুলকিত হয়ে ওঠে।

কী কথা বিরবির করে মন শুধু বলে?
আজ আমরা করবো তা বরণ।
যদি তুমি মুখের স্বাধীনতা করো হরণ,
অবশেষে নিস্তব্ধতার মাঝে একরাশ মেঘবরণ।

গভীর অরণ্যের কাছে গিয়ে,
শুনি শঙ্খধনি পাখপাখালিদের থেকে।
আকাশবীণার তরে আবেগের ঘূর্ণি ছুটে,
সোনালী আলো ঝলমল করে হিয়ার মাঝে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো।
  • চমৎকার
  • দারুন
  • কুমারেশ সরদার ২৩/০৮/২০২০
    বেশ
  • ফয়জুল মহী ২৩/০৮/২০২০
    চমৎকার
 
Quantcast