www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নদীর বৈচিত্র্য

নদীর বৈচিত্র্য
মোঃ রায়হান কাজী
--------------------
যখনি চোখে পড়ে নদী,
আনমনে হয়ে ওঠি আমি,
ভ্রমণ করি যখন লঞ্চে করে,
মৃদুতা ছড়ায় পুরোটা সময় ধরে।
যেখনি তাকাই নদীর দিকে,
মনটা আমার হাহাকার করে ওঠে।
বুড়ীগঙ্গা,শীতলক্ষা প্রাণের দিকে তাকিয়ে,
অবচেতন হয়ে পড়ে আমি।
কলকারখানাসহ যত আছে শিল্পালয়,
করছে দূষণ নিজেদের মত।
জলের দিকে যখনি তাকাই,
যএতএ ময়লা-আর্বজনা দেখতে পাই।
যেইনা ভাবছি আলো-বাতাস খাবো মন ভরে,
দূর্গন্ধে পেটফুলে ওঠে।
একটু পরে তাকিয়ে দেখি নদীর দিকে,
রেশটুকু কাটেনি ভালো করে।

যখনি আসি মেঘনা নদীতে,
ছেয়ে দেখি রূপালী ঢেউ এর সাথে,
সূর্যের আলো খেলা করে।
মনটা উৎফুল্ল হয়ে ওঠে।
চারদিকে বাতাস বহে,
পাখিরা উড়াউড়ি করে।
মুহতার সৃষ্টি করে আপন সুরে।
আমিও ভাসি তার রেশ ধরে।
বৈচিত্র্য সব প্রাণি আছে এরি মাঝে।
পাখিরা উড়ে, পাখিরা ভাসে,
নদীর মাঝখানে।
তাদের রুপ দেখে,
আমিও গান দরি চেনাসুরের সাথে।
দূর গগণে তাকিয়ে দেখি,
সুদর্শন উড়ছে আকাশে।
জেলে ভাই মাছ ধরে,
আনন্দের সাথে ।
আমিও তাই দেখি মুগ্ধতায় ভর করে।
যখনি আসে কোন নৌক-স্টিমার,
আমিও তাকিয়ে দেখি ঢেউ এর টান।
পদ্মা,মেঘনা ও ডাকাতিয়া নদী
যেথায় মিলেমিশে হয়েছে একাকার।
চক্রেতে সৃষ্টি করে আত্মীয়তা হেন।
শেষবেলায় আলো-আঁধারির সাথে,
সবি যেন মিলেমিশে হয়েছে অগোচরে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • পড়ে আনেক ভালো লাগলো!
  • নদীর মত বিশাল আমাদের হতে হবে।
  • বেশ!
  • ফয়জুল মহী ০৩/০৮/২০২০
    মনোমুগ্ধকর কথামালায় প্রতিশ্রুতিশীল লেখা ।l
  • সুন্দর
  • দারুণ
 
Quantcast