www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলো আধার

আলো আধার
মোঃ রায়হান কাজী
__________
রাএি হতেই মনের মাঝখানটায় দোলা দিয়ে যায়,
অজানা অনুভূতিতে শিহরিত হয়ে ওঠে অতৃপ্ত হৃদয়।
সূয্যিমামা উঁকি মারতেই আলো-আঁধারির খেলা শুরু হয়,
দূর আকাশে চাঁদ মামাটাও আস্তে আস্তে বিলিন হয়ে যায়।
আধাঁর নেমে আসতেই ঝিঁঝি পোকার ডাকাডাকি
মনের দেয়ালে হৃদকম্পন সৃষ্টি করে অন্যরকম ভালোলাগা।

আধাঁর নামতেই দেখা মিলে জোনাকিপোকার,
তারা বিচরণ করে মাঠে-ঘাটে আলপথে।
মনোরম আলোয় আলোকিত হয়ে দুলা দেয় মনে,
বেলি ফুলের গন্ধে সরোবর হয়ে ওঠে,
বাড়ির উঠানের আনাচে-কানাচে।

শিশির বেজা সবুজ ঘাসের উপর
চাঁদের আলো পরতেই ঝলমল করে ওঠে।
মনে হয় যেন একপালি মুক্ত।
মনমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে থাকি,।
মনের মধ্যে অজানা উদ্দিপনা কাজ করে।

জোছনার ম্লান আলোতে
আলোকিত হয় বাংলার পথ-ঘাট।
হুতুম পেঁচার ডাকে
অমঙলের ঘোর বাঁধায় মানুষের মনে।

রাএি যতই গভীর হতে থাকে
একাকিত্বতা ততটাই ভর করতে থাকে।
অনেকে পূর্বস্মৃতি মনে পড়ে
হয়ে ওঠে আবেগ তাড়িত।

সুখ, দুঃখ, বেদনার মতো
অজস্র কথা ভর করে মনের মাঝে।
ঘরের জানালা দিয়ে আসা আলো
যেন মুগ্ধতায় ভর করে।

ছুটে যেতে চায় এই মন,
জোছনার আলোয় স্রান করবে বলে।
জোছনার আলো ছুঁবে বলে।
মন ছুটে যায় দূর গগনতলের,
অপরূপ সৌন্দর্যকে উপভোগ করবে বলে।

মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত ছাউনি
সবকিছুই যেন মনকে পুলকিত করে।
এসব দেখে আমি মুগ্ধতার মধ্যে হারিয়ে যায়।
আবার মৃদু বাতাসের সাথে ফিরে আসি।

অনেক সময় বাউলগানের
কথা ও সুরে ভেসে যেতে চায় মনপ্রাণ।
এই সৌন্দর্যকে দেখার যেন নাহি শেষ হয়।
মনচক্ষু দিয়ে দেখার প্রয়াস সবসময় অপূর্ণ থেকে যায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনিতা মুদি ২৮/০৭/২০২০
    Very good
  • একটু দীর্ঘ হলেও দারুণ সুখপাঠ্য সৃজন।
  • অপূর্ব লেখনী।
  • ফয়জুল মহী ২৪/০৭/২০২০
    প্রীতিজনক ও স্নিগ্ধোজ্জ্বল লেখনী ।
    নন্দিত অনুভূতি প্রকাশ .
  • কুমারেশ সরদার ২৪/০৭/২০২০
    সুন্দর
  • পি পি আলী আকবর ২৪/০৭/২০২০
    সুন্দর
 
Quantcast