www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন দেয়ালে

মন দেয়ালে
মোঃ রায়হান কাজী
------------------
আজও আমি গোধূলির বেলাতে,
নরম হাওয়ার সাথে তুমার গন্ধ পাই।
জীর্ণ জীবনে আজও খুঁজে ফিরি তুমায়,
নিজেকে আরষ্ট করে রাখি কল্পনাতে।

নিয়ন আলোতে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে,
আলোহীন খাঁচা তোমায় ভালোবেসে
রাত্রি দিবস জেগে থাকি অন্ধকারে।
তোমার চাহনি ভেসে ওঠে জলছবিতে।

এলোমেলো চুলে উদাসীন বাতাসে,
অনিদ্রায় কাব্য লিখি তোমাকে নিয়ে।
পুরোটা স্নিগ্ধ রাত জুড়ে স্বপ্ন আঁকি,
না-বলা কথা তন্ত্রের সাধনরীতিতে।

শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতিতে,
বিকালের আকাশে ঘুড়ি উড়ে খোলা প্রান্তরে।
বিস্মিত তুমি যতবার টানো সুতো ধরে,
নিজের মনকে উড়াই ঘুড়ির কিনারা দিয়ে।

যতদূরে যাই চলে সহজে থাকিনা পাশে,
বাঁধা পড়ে যাই বিস্ময়কর অনুভূতির ফাঁকে।
অপলক দৃষ্টির অগোচরে শুধুই তাকিয়ে থাকা,
শূন্য দিগন্তের মাঝে একরাশ আক্ষেপ নিয়ে।

দৃশ্যমান আলোছায়ার খেলাতে,
সভ্যতার অভিজাত মনের দেয়ালে।
সোনালী চাঁদের আলো ঝড়ে আকাশে,
যেখানে লুকায়িত আছে আমার প্রিয় অসুক।

হৃদয় দিয়ে হৃদপিণ্ড ছোঁবো,
উদাসীনতার আনন্দ উল্লাসে তোমাকে।
শান্ত পরিবেশে মুক্ত ঝড়ে পথে পথে,
অসময়ের বৃষ্টিতে ভিজবো তোমাকে সাথে নিয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল প্রকাশ।
    তবে "তুমার" শব্দটা বেমানান লাগছে। তোমার ব্যবহার করা যায় কিনা, বিবেচনা করবেন।
  • ফয়জুল মহী ২৮/০৬/২০২০
    অত্যন্ত মনোমুগ্ধকর লেখা ।l
  • পি পি আলী আকবর ২৮/০৬/২০২০
    সুন্দর
 
Quantcast