www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঈদ

ঈদ
মোঃ রায়হান কাজী
-------------------------
নীল আকাশের গাঁয়ে লোকজন দিচ্ছে উঁকি,
আজ নতুন চাঁদের দেখা পেতে।
তোরা দেখবি কারা শিশু-কিশোরেরা,
আয়রে ছুটে আয় গগনতলে।

দূর আকাশে শাওয়ালের বাঁকা চাঁদ হাসে,
আনন্দের সুর ভাসে মুসলিম উম্মাদের মাঝে।
পুরো একটা মাস রোজা রাখার পরে,
ঈদ আসে ধনী-দরিদ্রের মাঝে সাম্যর বার্তা নিয়ে।

রাস্তার মোড়ে মোড়ে সন্ধ্যা বেলাতে,
আতশবাজি ফোটানো হয় বৈষম্যতা দূরে ঠেলে।
তরুণ শির জাগিয়া ওঠে একতার সাথে,
তিমির রাত্রিবেলা রাঙিয়ে দিতে।

ঈদ হোক আজ সকলের দ্বারা পূর্ণ,
অশুভকে দূরে ঠেলে খোদার স্পর্শে।
নতুন জামা-কাপড়ে আর আতরের গন্ধে,
প্রজাপতির ডানায় ঈদের খুশি উড়ে বাতাসে।

সকালে সূর্য ওঠে পূর্ব দিগন্তে সাতরঙা সাঁজে,
আনন্দ উল্লাসে কোলাহল বাড়ে পরিবেশে।
চিত্তের ধনে বিত্তবান সকলে একসাথে,
ঈদগাহে শুভক্ষণে হৃদয়ে হৃদয় বাঁধি বন্ধনে জড়িয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার লেখনী।
  • ফয়জুল মহী ২৪/০৬/২০২০
    মনোমুগ্ধকর প্রকাশ , মুগ্ধ হলাম ।
  • সুন্দর ঈদের আনন্দ মাখা উপস্থাপন।
  • কুমারেশ সরদার ২৪/০৬/২০২০
    সুন্দর
  • পি পি আলী আকবর ২৪/০৬/২০২০
    সুন্দর
 
Quantcast