www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শূন্য হৃদয়সভা

শূন্য হৃদয়সভা
মোঃ রায়হান কাজী
--------------------
কোথায় আছে সেই দীপ শিখা,
তাহলে কী সেথায় অন্বেষণ ভ্রমি লিখা?
কোথায় গেলে পাবো আলোর দেখা,
বিরহানলে জ্বলছে দ্বিগুণ হারে প্রদীপ শিখা।
ডাকছি তোরে প্রেমাভিসারে গগনবিহারীতে,
বেদনাদূত গাইছে গান নিশীথ অন্ধকারে।
নিবিড়রতর তিমির চোখ দুখানা উঠছে জলজল করে।
দৃষ্টি অগোচরে তাকিয়ে শুধু তোকেই খোঁজা।
দিচ্ছে হাওয়া গাছের ডাল-পালা জুড়ে,
সে সাথে বাউল গানের সুরে টানছি পথখানা।

শূন্য হৃদয়সভা জুড়ে আছে শুধু হাহাকার,
কবে তুলবে তুমি ঝংকার এই পথের মাঝে?
জীবন প্রাণে সহজ হবে চলাচল নির্জনে,
আপন করে তোমার নাম দরে তুলবো ধ্বনি।
এভাবেই মানিয়ে নিবো মুহুর্তগুলো একসাথে,
আপন করে হিয়ার নিকুঞ্জ পথে যাবো তুষি।
তোমার অরুণকিরণ রূপে পরিপূর্ণতায় সাঁজে,
নীরব পাঠকদের মন ভরে ওঠে জীবন সন্ধিক্ষণে।
আজি এ ক্ষণে ক্ষণে ভেসে যেতে চায় মন,
সবকিছু ফেলে ছিন্ন মেঘের আবরণে সুপ্ত নদীর তীরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • elegant...
  • মুগ্ধতা একরাশ প্রিয় কবি।
  • Nice
  • ভালো হয়েছে।
  • ফয়জুল মহী ১৬/০৬/২০২০
    বেশ অসাধারণ লিখেছেন I
  • বেশ ভালো
  • মুগ্ধতা ছড়ালেন কবি। ভালোবাসা জানবেন
    • Md. Rayhan Kazi ১৭/০৬/২০২০
      একডালা পুষ্পসজ্জার অভিনন্দন আপনাকে গ্রহণ করবেন প্রিয়
 
Quantcast