www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★বর্ষণে সেই যে তুমি★

★বর্ষণে সেই যে তুমি★
--মারুফা সুলতানা তামান্না

বর্ষণে কম্পিত হৃদয়ও আমার,
আসিয়াছে নবধারা জলের আষাঢ়।
রিমঝিম বাদল দিনে চাহিয়াছি আনমনে,
ঝরঝর বারিধারা ছোঁয়াইব প্রাণময়ে।

এলোকেশী এই যে আমি,মেলেছি কুন্তল সমীরণও
তলে,
অন্তরীক্ষ ফাটিয়া, রৌপ্য সলিলও মাঝে।
সিন্ধু লহরী, গগনে পয়োধর,
মাধবীলতারা ভিজিয়া টইটম্বুর।

অকস্মাৎ আসিয়াছ ভুজও মিলিয়া,
প্রেমময় কদম্ব দিলে কর্ণে গুজিয়া।
ক্ষণপ্রভার আগমনে চমকাইয়া আমি,
গুঁজিয়াছি মুখ তোমারই কলেবরে।

ললাটে শুধু তোমারে চাহিয়াছি,
হাতে হাতটি ধরিয়া বৃষ্টিবিলাসী ক্ষণ।
পুরো ধরনী যেন দিব্যলোক মোর,
আবেগী আমি তাই,ভিজাইয়াছি দুনয়ন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারন লিখেছেন। সুন্দর ভাবনা। ভাল লাগল। ব্লগে অসবেন
  • পিয়ালী দত্ত ৩০/০৬/২০১৪
    বেশ সুন্দর...
  • আবু সাহেদ সরকার ৩০/০৬/২০১৪
    কবিতার চরণগুলো বেশ সাবলিল ও প্রাণবন্ত। সুন্দর ভাবনার প্রকাশ কবি বন্ধু।
    • মারুফা তামান্না ৩০/০৬/২০১৪
      ধন্যবাদ সাহেদ ভাই
  • কবি মোঃ ইকবাল ৩০/০৬/২০১৪
    বেশ ভালো লাগলো আপু। শুভ কামনা রইলো। ভালো থেকো নিরবধি।
    • মারুফা তামান্না ৩০/০৬/২০১৪
      ধন্যবাদ ভাইয়া। পাশে থাকবেন নিরবধি এই কামনা রইল।
 
Quantcast