www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ময়না পাখী দ্বিতীয় পরব্

মামলার সাক্ষী ময়নাপাখি

মেয়ের
নাম
মতিজান
২পড়ে
কোরাআন
সুন্দর
স্বভাব
চলন হাটন দেখলে সতীত্বরই ভাব
মতিজান আসে বাড়ী ২তাড়াতাড়ি
বেলা বারোটায়
রোদের তাপে অস্তির হয়ে দাঁড়ায়
গাছতলায়
মেয়েটি দেখতে পেল ২খাঁচায় ছিল
সেই যে ময়না পাখী
পাশেএকটি লোক দাঁড়ানো জলে
ভরা আঁখি
পাখী করুন সুরে২বলে তবে শুনেন
আম্মাজান
খাবার কিছু দিয়া মোদের রক্ষা
করেন প্রাণ
আছি অনাহারে২ তিনদিন ধরে এই
টাউনে ঘুরি
পিতা আমার চাকুরী খুজে পেলনা
চাকুরী
মেয়েটি তাই শুনিয়া ২বাড়ী গিয়ে
মায়ের কাছে কয়
ময়না পাখী খেতে মাগো আমার
কাছে চায়
যদি খোরাক বিনে ২প্রাণে মরে ঐ
বিদেশী ছেলে
খোদার কাছে পাপী হইব বুঝে দেখ
দ্বেলে
মেয়ের মুখের বাণী২মা জননী শুনে
তখন কয়
ছেলেটিকে ডেকে আন আমাদের
আওলায়
মায়ের বাক্য শ্রবণ করে২ কিছু পরে
বিবি মতিজান
কাশেম আলীকে ডেকে এনে বসতে
দেয় বিছানায়
বসায় বৈঠক খানায় ২ দেখতে পায়
চেহারায়
ভাবে মনে মনে২উহার সনে মেয়ে
বিয়ে দিব
বিয়ে দিয়ে জামাই নিয়ে বাড়ীতে
রাখিব
তখন কাশেম ধীরে ধীরে করে
জিঙাসন
বিদেশেতে তুমি বাবা এলে কি
কারণ
কথা বলে যখন২ এল তখন মতিজানের
পিতা
নামটি তাহার ওসমান গণি শুনেন যত
শ্রোতা
তিনি অতি ধনী২মানে মানি করেন
যে কারবার
বড় মহাজন বলিয়া নামটি আছিল
তাহার
গিন্নি বলিতেছে ২ স্বামীর কাছে
শুনেন প্রাণনাথ
তিনদিন হইল ঐ ছেলেটির পেটে
নাইকো ভাত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast