দূর্বোধ্য কথা
    আত্মকথণে কখনও যদি ভাই,
উথলে উঠে আমার দেশ প্রেম।
না, আমি সন্ন্যাসী হবো না,
থাকবো প্রেমে দেশের সেবায়।
হিসেবের খাতায় গুটি কয়েক-
আঁকা জোকা দূর্বোধ্য কথা।
বুঝেনা কেউ অন্তরের ব্যথা,
নিভৃতে রয়েছে ইতিহাসের পাতা।
*********
তাং: ১২/০৯/২০১৮ ইং
২৬ ভাদ্র,১৪২৫ বাংলা
রাত: ৯.২৬ ঘটিকা
ধর্মনগর, উত্তর ত্রিপুরা,ভারত।
উথলে উঠে আমার দেশ প্রেম।
না, আমি সন্ন্যাসী হবো না,
থাকবো প্রেমে দেশের সেবায়।
হিসেবের খাতায় গুটি কয়েক-
আঁকা জোকা দূর্বোধ্য কথা।
বুঝেনা কেউ অন্তরের ব্যথা,
নিভৃতে রয়েছে ইতিহাসের পাতা।
*********
তাং: ১২/০৯/২০১৮ ইং
২৬ ভাদ্র,১৪২৫ বাংলা
রাত: ৯.২৬ ঘটিকা
ধর্মনগর, উত্তর ত্রিপুরা,ভারত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/১০/২০১৮খুব ভাল লাগল কবি।
 - 
        প্রসেনজিত সরকার ১৩/০৯/২০১৮অসাধারন
 - 
        মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/০৯/২০১৮দেশপ্রেমে উৎসাহিত কবিতা।
সবার যোগ্যতা আর সমান নয়।
ধন্যবাদ নিবেন। - 
        ডঃ নাসিদুল ইসলাম ১৩/০৯/২০১৮ভালো
 - 
        অলি শর্ম্মা ১২/০৯/২০১৮Osadharon
 - 
        Tanju H ১২/০৯/২০১৮চমৎকার কবিতা।শুভেচ্ছা রইল।
 
