www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কে তুমি

কে তুমি?
কি বা তোমার পরিচয়?
তুমি কি প্রভাতের‌ই রাঙা আলো,
না গহন রাতের অন্ধকার কালো!
তুমি কি রাতের ঐ শীতল চা‌দ,
না দুপুরের মাঠ ফাটানো রোদ!
তুমি কি গোমটা দেওয়া ঘন কুয়াশা,
না শুধু ঐ মাতালের মনের ধুয়াশা!

আবার‌ও মনে হয়, তুমি ঐ ,
মরুভূমির উত্তপ্ত বালুকার সাগর,
না কি উত্তর মেরুর বরফের চাদর!

না , জানিনা আমি-কে তুমি?
কি বা তোমার পরিচয়?
তুমি প্রেম-ভলোবাসা না বিদ্ধেষ,
মিলন-বিরহ না শুধু কলহ!
তুমি শান্তি না কি মহাপ্রশান্তি,
না শুধু এক উত্তপ্ত ঝর্ণাধারা!

না,জানি না আমি- কে তুমি?
কি বা তোমার পরিচয়?
জানি শুধু এইটুকু-
তুমি মোর আশ্রয় তুমি প্রশ্রয়,
তুমি নব সৃষ্টির ঐ আনন্দধারা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোনালিসা ১৮/০৪/২০১৭
    হুম্ম...
  • খায়রুল আহসান ১৮/০৪/২০১৭
    শেষ দুটো চরণ ভাল লেগেছে।
  • মধু মঙ্গল সিনহা ১৮/০৪/২০১৭
    সুপ্রভাত।
  • বেশ নাটকীয়।
 
Quantcast