www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের অর্থ

জীবনের অর্থ খোঁজা বড় দায়,
সার্থক ব‍্যর্থ আমি;
খোজে চলি বর্তমান থেকে-
অতীতের ঘুর্ণি ঝড়ে!

কিসে কে খুশী হয় বুঝা বড় দায়।
কেউবা কাটায় রাত শুধু প্রতীক্ষায়,
কারোবা আনন্দ হয়-
ত্যাগ ও তিতিক্ষায়।
জীবনের রাস্তা বড় ভঙ্গুর,
চোখ মুদে চলা দায়।
কোথাও মসৃণ হলে-
আবার ক্লেশময়।

কেউ দেখে খুশী হয়,
কেউ আবার অগ্নিময়।
জীবনে বিজয়ী হ‌ওয়া-
বড় কষ্টময়।

কেউ খেয়ে খুশী-
কেউ খাইয়ে হয়।
জীবনের অর্থ খোঁজে-
খোঁজে হয় শুধু বিশ্বয়,আর‌ও বিশ্বয়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অপর্ণা পাল(দেবী) ১৫/০৪/২০১৭
    জীবন জীবনের মতো এগিয়ে যাবে
  • পরশ ১৫/০৪/২০১৭
    ভালোই
  • এই তো জীবন!
    চলছে যেমন!
    • মধু মঙ্গল সিনহা ১৫/০৪/২০১৭
      অনেক ধন্যবাদ।শুভ নববর্ষ।
      • শুভনববর্ষ এবং স্বাগতম
  • মধু মঙ্গল সিনহা ১৫/০৪/২০১৭
    সুপ্রভাত।
 
Quantcast