www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সঙ্গে আছি

আমি যখন কুমারী ছিলাম,
স্কাট সার্ট পড়ে স্কুলে যেতাম,
ভালোবেসে অথবা ছলনায়
বলতে তুমি "সঙ্গে আছি!"
একটু বড় হলাম শরীরে,
কিন্তু বুদ্ধিতে ঐ ছোট‌ই ছিলাম,
তুমি তখনো বলেছ,"সঙ্গে আছি।"
আমি বিশ্বাস করেছিলাম,
অবশ্যই ভালোওবেসে ছিলাম
তোমাকে শত প্রতিকুলতার মাঝেই।
তাই তো হেটেছিলাম ঐ ছায়া
ভরা পথে তোমার‌ই তৃষ্না মেটাতে।
আমি কলেজ পড়েছি আবারও
বিশ্বাস করেছি তোমার ঐ
পুরাতন "সঙ্গে আছি" কথাটিতে।
এবার বিয়ে ঠিক হল,
বিয়েটা আমার হয়েও গেল।
তথন‌ও তুমি ভ্রুক্ষেপ করোনি,
আবারও শান্তনা দিলে,"সঙ্গে আছি"
ঐ মুখস্থ করা কথাটি বলে।
ভাগ‍্যের বিপাকে বৈধব‍্যে আমি আজ,
আবারও তোমার ঐ, "সঙ্গে আছি"
শান্তনার বাণী বারে বারে শুনি,
এবারও তুমি হাতছানি দিলে মোরে,
তোমার ঐ রাঙা ছাতির তলে;
"সঙ্গে আছি" এই চির মিথ্যা,
মিথ্যা আর মিথ্যা কথাটি বলে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যাদব চৌধুুরী ০৪/০৪/২০১৭
    কবিতাটিতে এক নারীর স্কুলবেলা, কলেজজীবন, বিবাহ মুহূর্ত, বৈধব্যকাল - জীবনের এই বিভিন্ন পর্যায়ে তার এক বন্ধুর "সঙ্গে আছি" এই প্রতিশ্রুতির প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে l ধরে নিতে হবে "সঙ্গে আছি" এই কথাটির যে ব্যাপ্তি তা কবিতাটির কেন্দ্রীয় চরিত্র সেই নারী উপলব্ধি করেন নি l কথাটির একটিমাত্র অর্থ তিনি যা করেছেন তা হলো বিবাহ এবং সঙ্গে আছি এই কথা বারবার বলা সত্বেও সেই পুরুষ বন্ধু যেহেতু তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করেন নি, তাই সেই নারীর কাছে পুরুষটি মিথ্যাবাদী বলে প্রতিপন্ন হয়েছেন l
    কবিতার ধর্ম হলো এখানে ব্যবহৃত শব্দাবলীর অর্থ সবসময় একেবারে সহজ সরল থাকে না, ভিন্ন অর্থের অবকাশ থাকে l পাঠক হিসাবে আমি "সঙ্গে আছি" এই কথাটিকে যে অর্থে গ্রহণ করেছি, তার বিচারে পুরুষ বন্ধুটিকে মিথ্যাচারী বলে মনে হয় নি l বরং তাঁকে এক প্রকৃত বন্ধু হিসাবেই পেয়েছি যিনি সঙ্গে আছি এই প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করেছেন বরাবর l তিনি মহিলাটিকে কখনও এড়িয়ে যান নি, পালিয়ে যান নি, সর্বদা পাশে থেকেছেন l স্কুল জীবনে, কলেজ জীবনে, মেয়েটির বিয়ের সময়, এমনকি যখন দুর্ভাগ্যক্রমে বৈধব্য এসেছে মেয়েটির জীবনে, তখনও পুরুষ বন্ধুটি তাঁকে বিয়ে হয়তো করেন নি, কিন্তু পাশে দাঁড়িয়েছেন l পাশে দাঁড়ানো কথাটির বাঙলা ভাষায় একটি অর্থ আছে এবং সেই অর্থেই আমি কথাটিকে গ্রহণ করলাম l ফলে পুরুষ বন্ধুটির সঙ্গে থাকার প্রতিশ্রুতি মিথ্যা ছিলো না l
    মেয়েটিকে পুরুষ বন্ধুটি তার বৈধব্যকালে তার রঙ্গীন ছাতার মধ্যে আশ্রয় দিয়েছেন l এখানে ঠিক কি অর্থ দাঁড়িয়েছে বিষয়টি অনুমান নির্ভর l রঙ্গীন ছাতা তো ! ফলে এখানে কোনো ব্যঞ্জনা থাকতেই পারে l
    কিন্তু সাধারন ভাবে বাঙলা ভাষায় কারও ছাতা হওয়া বা কারও মাথায় ছাতা ধরা - এই কথাটির যা অর্থ হয় সেই বিচারেও পুরুষ বন্ধুটি সেই নারীর কাছে একজন আদর্শ বন্ধু থেকেছেন l
    মেয়েটি যে কবিতার শেষ অংশে এসে তার পুরুষ বন্ধুটিকে মিথ্যাবাদী বলছে এটা একান্তই তার ব্যক্তিগত অভিমানী অভিব্যক্তি l বন্ধুত্বের যে ব্যাপকতা তার উপলব্ধি তার হয় নি l একজন পুরুষ ও একজন নারীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে সে বিয়ের সম্পর্কের বাইরে অন্য কোনো রূপে গ্রহণ করতে পারে নি l এটা তার দুর্বলতা l
    এখন কবি কি অর্থে "সঙ্গে আছি" কথাটিকে কবিতায় ব্যবহার করেছেন, তা অনুমান সাপেক্ষ l জানি না তিনি কার সঙ্গে, তাঁর সৃষ্ট নায়িকার সঙ্গে, না কি এই পাঠকের সঙ্গে l
    অনেক ভাবনাকে জন্ম দেবার শক্তিসম্পন্ন এই কবিতাটি লেখার জন্য কবিকে ধন্যবাদ l
    • মধু মঙ্গল সিনহা ০৪/০৪/২০১৭
      আপনাকে অনেক অনেক ধন্যবাদ।কারণ আপনি সত‍্যিকার অর্থে একজন সাহিত্য সমালোচকের ভূমিকা পালন করেছেন।
  • সঙ্গে আছি।
  • সুন্দর
  • সুন্দর হয়েছে কবিতার ভাষা
  • মধু মঙ্গল সিনহা ০২/০৪/২০১৭
    সুপ্রভাত।
 
Quantcast