www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পনের বছরের বালক

তখন আমি পনের বছরের বালক,
আমায় দেখে তোমার চোখে লাগে ঝলক।
নাহি ভয়, নাহি খেয়ালের লাজুক চোখ,
তোমার ভয়ের কপাট খুলে সরমে ঢেঁকেছে মুখ।
আমার দুষ্টুমির দুরন্তপনা ছরায় আশে-পাশে আলো,
তোমার দৃষ্টির সৃষ্টি মুই যা-ই দেখ;
সবই তোমার লাগে ভালো।
আমি যে পথ দিয়ে হেঁটে যেতাম,
সে পথেই তোমার ছায়া পেতাম।
একদা বক্ষপূর্ণ সাহস নিয়ে আমার সম্মুখে আস,
নির্দ্বিদায় কাঁপা কন্ঠে বললে আমায় তুমি ভালবাস।
তুমি বললে,নাহি চোখে ঘুম, নাহি অন্তরে সুখ,
যেখানেই যাই সেখানেই ভেসে উঠে তোমার মুখ।
আমি বললাম, নাহি শিখলাম ভালবাসার সংঙ্গা,
নাহি বুঝলাম মর্ম,তাই তো দিবা-নিশি খুশিতে থাকি চাঙ্গা।
তুমি বললে, সমস্যা নেই তোমায় সব শিখিয়ে দিব,
পাশাপাশি ভালবাসার স্পর্শ গন্ধ্ও নিতে দিব।
আমি বললাম,ভালবাসার শিখার কোন দরকার নাই,
আর তোমায় শান্তণা দেবার ভাষা খুঁজে নাহি পাই।
তুমি বললে, তুমি আমার প্রথম প্রেম পথ চলা শুরু,
তোমায় না পেলে পথে, জীবন হবে উষ্ঞ-মরু।
আমি বললাম,মোর পক্ষে অসময়ে প্রেমে লিপ্ত সম্ভব নয়,
এতো বৃহৎ ভোজা নেবার হৃদয় নাহি সয়।
তোমার চঞ্চল চোখের ক্রন্দন ছেড়ে,
আমায় বললে, তোমায় নিব কেঁড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০১৪

মন্তব্যসমূহ

 
Quantcast