www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারুণ্যের জয়গান

গাই তারুণ্যের জয়গান,
দিয়ে হৃদয়ে শান।
সকল বাঁধা পেরিয়ে,
সম্মুখে যাব এগিয়ে।
মনের বল বাড়িয়ে,
সকল সমস্যাকে দিব তাড়িয়ে।
আছে ‍যত হারানো ব্যথা,
স্মৃতিতে মুছে দিব সব কথা।
আনন্দের ধাপট নিয়ে চলব,
অন্যায়ের বিরুদ্ধে সত্যি বলব।
দুর্বার গতিতে বন্ধুর পথে চলব,
শোষন দাতাকে ‍যুদ্ধে হারাবো;
দুস্থ মানুষের পাশে দাঁড়াবো।
দেশ ধ্বংসে করবে যে গ্রাস,
জোয়ানের বলে করব তা হ্রাস।
দুখি মানুষের যন্ত্রণা,
কাছে বসে দিব তাদের শান্তণা।
নিবে গেছে যাদের আশা,
প্রদীপ জ্বেলে দিব তাদের ভরসা।
ক্ষুধার জ্বালায় জ্বলছে যারা,
অণ্যের যোগান দিবে তরুণরা।
স্বপ্ন মুছে জীবন যাদের গিয়েছে অন্ধকারে,
স্বপ্নের বাণী শুনিয়ে;
তরুণরাই সাজাবে অলংকারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০১৪

মন্তব্যসমূহ

  • সুরজিৎ সী ০৮/০৭/২০১৪
    সুন্দর
  • ভালো লাগলো। তারণ্যের কবিতা । আমাকে যেন তারন্যে উদীপ্ত করলো । শুছভচ্ছা নিরন্তর..
  • কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪
    খুব সুন্দর কথামালায় লিখেছেন কবি। মুগ্ধ হলাম লিখনীতে। শুভেচ্ছা জানবেন কবি।
    • মোঃ আল-আমিন ০৭/০৭/২০১৪
      ধন্যবাদ, শুভরাত্রি
      • কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪
        ভালোবাসা জানবেন কবি। শুভেচ্ছা রইলো। শুভরাত্রি কবি।
  • আবু সাহেদ সরকার ০৭/০৭/২০১৪
    সুন্দর কবিতার প্রকাশ। দারুন লাগলো কবি বন্ধু।
    • মোঃ আল-আমিন ০৭/০৭/২০১৪
      ধন্যবাদ। আপনার মন্তব্যে খুব ভাল লাগল। শুভরাত্রি
  • ভ্রান্ত পথিক ০৭/০৭/২০১৪
    এতো দেখি নজরুলের আগমন!
    • মোঃ আল-আমিন ০৭/০৭/২০১৪
      ধন্যবাদ কবি, আপনার মন্তব্যে আমার হৃদয় ভরে গেল। শুভরাত্রি
 
Quantcast