www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সামাজিক দেবতার গর্বাখ্যান

আমরা কিন্তু দেবতা তুল্য জ্ঞানী।
আমরাই মাথা আর জাতির ছাতা
সমাজে আমরাই ভাবা প্রধান প্রাণী,
যা কিছু মহান সত্য আমরাই শুধু জানি।

তোমরা দেখ সাদা কালো দিয়ে
আমরা দেখি দৈব বরের আলগা চোখে,
তোমরা বাঁচ ভাত পাতে নিয়ে
আমরা বাঁচি বুদ্ধির সুখে।

তোমরা যখন চাবুকে ঝাঝরা
আমদের কাছে তা উন্নয়ন,
তোমরা যখন সুখের পায়রা
আমাদের মাথায় উজাড় বন।

তোমরা যখন তাড়নায় শহরমুখী
আমরা বলি এসবই তো যানজট,
ক্ষুধায় ছবলে তোমরা মরনমুখী
আমরা বলি মুখেই শুধু,
ঘৃণ্য সব, বিরুদ্ধে হোক ধর্মঘট।

আমরা সদা মুখ বুজে থাকি
যতক্ষণ না পাই স্বীয় আঘাত,
কলমের খাপে ঋণ ভরে রাখি
পদলেহনে যদি ফোটে নাম যশ
তিন বেলার নিয়মে চাটতে নেই ব্যাঘাত।

জীবিকা মোদের বুদ্ধি দিয়ে
যুক্তি সংলাপে উদরপূর্তি,
স্বভোজি জন্মে স্বভাবে পরজীবি
জাতির ত্রাণকর্তা আমরা বুদ্ধিজীবি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ছন্দ আর ভাবের অভিনব যুগলবন্দী, ভালো লাগলো!
  • মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
  • দারুন
  • ফয়জুল মহী ৩০/০৫/২০২০
    Good post
  • ইতি হালদার ৩০/০৫/২০২০
    মুগ্ধ হলাম শুভেচছা অফুরান।
 
Quantcast