পেট ফুলে লুচি
    উৎসবেতে ব্যস্ত যে বেশ আমার বাড়ির হ্যাংলা 
সাথেই তার আছে পাশে পাশের বাড়ির চ্যাংলা।
ব্যস্ত তারা খাওয়া দাওয়ায় এটা কিংবা ওটায়
তাইতো তাদের নেইতো সময়, কেমনে বা হাত বাটায় !
কলা-কৌশল ওদের খুবই, থাক না নামি দামি
কখনো কখনো ওদের নিয়ে– অবাক হই আমি !
ভীষণ চালাক ভীষণ পেটুক একে ওপরের থেকে
পেলেই হাতে পুরবেই পেটে একটুও না রেখে ।
তাইতো তাদের দুষ্টুমিতে দশটি লোক পাছে ,
খানিক বাদেই ওদের আমি শুধাই গিয়ে কাছে -
আরে গিলটো কত খেলি, ‘গণ্ডা দশ চার’ !
বল না এবার দু'জন মিলে গেলি কত বার ?
বুঝবি ঠেলা, আরে হ্যাংলা পেট যে ফুলে লুচি
সারাটা রাত হবেই হবে– তোদের পুচপুচি ।
সাথেই তার আছে পাশে পাশের বাড়ির চ্যাংলা।
ব্যস্ত তারা খাওয়া দাওয়ায় এটা কিংবা ওটায়
তাইতো তাদের নেইতো সময়, কেমনে বা হাত বাটায় !
কলা-কৌশল ওদের খুবই, থাক না নামি দামি
কখনো কখনো ওদের নিয়ে– অবাক হই আমি !
ভীষণ চালাক ভীষণ পেটুক একে ওপরের থেকে
পেলেই হাতে পুরবেই পেটে একটুও না রেখে ।
তাইতো তাদের দুষ্টুমিতে দশটি লোক পাছে ,
খানিক বাদেই ওদের আমি শুধাই গিয়ে কাছে -
আরে গিলটো কত খেলি, ‘গণ্ডা দশ চার’ !
বল না এবার দু'জন মিলে গেলি কত বার ?
বুঝবি ঠেলা, আরে হ্যাংলা পেট যে ফুলে লুচি
সারাটা রাত হবেই হবে– তোদের পুচপুচি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        দেবাশীষ দিপন ১৪/১১/২০১৫দারুণ
- 
        মোবারক হোসেন ১৪/১১/২০১৫ধন্যবাদ।।
- 
        কায়সার মোহাম্মদ ইসলাম ১৪/১১/২০১৫হ্যাংলা, চ্যাংলা বেশ ...।


