www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★এটা-ই কী ভালোবাসা★

হয়তো তুমি কোনো রাজ্যের
এক অপরূপ রাজকন্যা,
আমি বামুন হয়েও তোমাকে
বিন্দু মাত্র কম ভালোবাসিনি,
তোমাকে কখনোই দেখিনি
কুদৃষ্টির চোখে,
আমি তো হৃদয় উজাড় করেই
বেঁধেছিলাম তোমায় হৃদয়মাঝে,
স্বপ্নের বাসর সাজিয়েছিলাম
কল্পনার রাজ্যে।

হয়তো করে নেবে কোনো এক
রাজকুমারকে চিরসঙ্গী,
বেঁচে থাকবে হয়তো
সুখের সংসারের অর্ধাঙ্গিনী হয়ে।

আমি গরীব বলেই কী,
হয়েছি ময়লা-আবর্জনা,
মাফ করো এই নীচটাকে
যার ভালোবাসায় ছিলো না কোন
বিত্ত কিংবা অর্থের লালসা,
যার মাঝে ছিলো শুধু-ই
অফেরৎযোগ্য ভালোবাসা।

কে ধনী, কে গরীব;
এই বিবেচনা করে-ই কী
ভালোবাসা উচিৎ?
তাহলে কী, অর্থের মাপকাঠিতেই
হবে ভালোবাসার পরিমাপ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • M M H MUNNA ১৮/০৭/২০১৪
    পড়তে ভাল লাগে তাই পড়ে যাই|
  • মল্লিকা রায় ১৭/০৭/২০১৪
    কবিতা ভালো লাগলো বন্ধু।
  • আবু সাহেদ সরকার ১৭/০৭/২০১৪
    সুন্দর একটি লেখা পড়লাম কবি বন্ধু।
  • সাইদুর রহমান ১৬/০৭/২০১৪
    বরাবরের মতই সুন্দর।
    শুভেচ্ছা অনেক।
  • এইচ রহমান ১৬/০৭/২০১৪
    valo laglo vai
  • সালু আলমগীর ১৬/০৭/২০১৪
    সত্যিকারের ভালবাসা ধনী গরিব চোখে দেখে না,দেখে শুধু সুন্দর একটা মন।
  • ফাহমিদা মাহমুদ ১৬/০৭/২০১৪
    ভালবাসায় কোন বাধা মানে নাহ্...ভালবাসা বুঝে কেবল দুই জনার মন।
  • দীপঙ্কর বেরা ১৬/০৭/২০১৪
    খুব সুন্দর
 
Quantcast