★শেষ চাওয়া★
    আর কি চাও তুমি?
ভেতরটা তো এবার শূণ্য
শুধু হাওয়াই মিঠের মত,
এরপরও কী মেটেনি তোমার?
বুঝেছি এবার কী চাও!
এটা-ই শেষ বাকী থাকলো বুঝি;
নাও না! নিয়ে নাও;
মাত্র তো পাঁচ কড়ির হিসেব;
নাকী তাও নেই?
দশ কড়ি-ই দিচ্ছি
সস্তায় ভেজাল, কাজ না হয় যদি!
দামী হলে ভোগে যাওয়া নিশ্চিন্তি।
ধন্য করো দেহান্তে
সেবন করাও ঐ হস্তে
প্রতিজ্ঞা করেছিলে যে হস্তে,
পূর্ণ করতে তোমার চাওয়া
স্বস্তির ভুবনে রেখে যাওয়া
এটা-ই রইলো শেষ পাওয়া।
যদি ভুলেও কখনো পড়ে যায় মনে
দৃষ্টি রেখো ঐ আকাশ পানে,
কালো মেঘের কান্না হয়ে
পড়বো তোমার ছায়ার মাঝে।
ভেতরটা তো এবার শূণ্য
শুধু হাওয়াই মিঠের মত,
এরপরও কী মেটেনি তোমার?
বুঝেছি এবার কী চাও!
এটা-ই শেষ বাকী থাকলো বুঝি;
নাও না! নিয়ে নাও;
মাত্র তো পাঁচ কড়ির হিসেব;
নাকী তাও নেই?
দশ কড়ি-ই দিচ্ছি
সস্তায় ভেজাল, কাজ না হয় যদি!
দামী হলে ভোগে যাওয়া নিশ্চিন্তি।
ধন্য করো দেহান্তে
সেবন করাও ঐ হস্তে
প্রতিজ্ঞা করেছিলে যে হস্তে,
পূর্ণ করতে তোমার চাওয়া
স্বস্তির ভুবনে রেখে যাওয়া
এটা-ই রইলো শেষ পাওয়া।
যদি ভুলেও কখনো পড়ে যায় মনে
দৃষ্টি রেখো ঐ আকাশ পানে,
কালো মেঘের কান্না হয়ে
পড়বো তোমার ছায়ার মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সফিউল্লাহ আনসারী ১০/০৭/২০১৪
 - 
        শুভ্র ১০/০৭/২০১৪খুব্ সুন্দর কবিতা পাঠে মন ভরে গেলো ।
 - 
        রামবল্লভ দাস ০৯/০৭/২০১৪দারুণ ! খুবই ভালো !
 - 
        মঞ্জুর হোসেন মৃদুল ০৯/০৭/২০১৪জোস লিখেছেন। ভাল লাগল।
 - 
        রুমা চৌধুরী ০৯/০৭/২০১৪আসাধারণ। খুব ভাল।
 - 
        আসগার এইচ পারভেজ ০৯/০৭/২০১৪খুব ভালো হয়েছে, ভালো লাগল.....
 - 
        সালু আলমগীর ০৯/০৭/২০১৪তুমি আমার একটু চাওয়া যেন সকল পাওয়া।
 - 
        আবু সাহেদ সরকার ০৯/০৭/২০১৪সুন্দর এবং সাবলির ভাষায় লেখা একটি কবিতা পড়লাম।
 

দৃষ্টি রেখো ঐ আকাশ পানে,
দারুণ লিখেছেন। ভাল লাগল !