www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★কী ভুল ছিলো আমার★

কিছু বলতে চাইনি তোমায়,
তবু মনের মাঝে পোষা কষ্টগুলো
চুপিচুপি প্রশ্ন করে যায়-
কী ভুল ছিলো আমার?
উত্তর খুঁজে পায়নি এই মন আমার।

আজও আমি বুঝতে পারিনি,
কেনো আড়াল হলে তুমি?
কেনো স্বপ্নগুলোকে এভাবে ভাঙলে?
উত্তর দিতে পারোনি তুমি।

আমার হৃদয়ের আকাশটা কী
তোমার বিচরণযোগ্য ছিলো না?
হয়তো অন্যের আকাশটায়
খুঁজে পেয়েছো অঢেল সুখের ঠিকানা।

আপন সুখের কথা ভাবিনি কখনো,
তোমাতেই দিয়েছি সবই উজাড় করে,
তবু কোন সে ভুল, করেছে তোমায় ব্যাকুল?
একটিবার উত্তর দিয়ে যাও।

আমি বলিনি ফিরে আসো তুমি,
সুখের আবাসে তুমি থেকো চিরকাল,
তবু এ হৃদয় প্রশ্ন করে যায়,
কী ভুল ছিলো আমার?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ব্যাথিত হৃদয়ের প্রতি সমবেদনা, আশাকরি সে তার ভুল বুঝতে পারবে এবং অতি তাড়াতাড়ি ফিরে আসবে....
  • পিয়ালী দত্ত ৩০/০৬/২০১৪
    খুব ভাল কবি...
 
Quantcast