www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুঃখের দহনে

রাতের আকাশে জলন্ত তারাগুলো
কখনো কালো মেঘে হারিয়ে যাচ্ছে,
কখনো আবার চাঁদের আলো এসে
মনের খোলা জানালায় খেলা করছে।

মাঝে মাঝে মৃদু দখিণা বাতাস এসে
শিহরিত করে বিরহপীড়িত মনটাকে,
অচিনপুরের স্বপ্নের পরীবিবিরা এসে
জাগিয়ে তোলে চূর্ণবিচূর্ণ স্বপ্নটাকে।

অন্তর্জ্বালায় দগ্ধ এই জীবনটা যেন
শুধুই কষ্ট ভোগের জন্যই সৃষ্টি করা,
পোড়া কপালের এই নির্মম লিখনে
ক্ষণে ক্ষণে করে মনটাকে দিশেহারা।

চারিদিকে যেন দুঃখগুলো ঘূর্ণিপাকে
যেন করবে বলে ঘ্রাস শুধু-ই আমায়,
কখনো আবার বিভীষিকার দল এসে
নিয়ে যায় আমায় ভয়ঙ্কর ঠিকানায়।

হে নিরাকার! তোমার অশেষ কৃপায়
পৃথিবীর বুকে আলোর দিশারী দেখিয়েছো
হে মহান! তবে কেনো তুমি আজ আমায়
অকূল সাগরে অশান্তির গভীরে ডুবিয়েছো?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রূপক বিধৌত সাধু ১৮/০৬/২০১৪
    দারুণ আত্ম বিশ্লেষণ! অনেক ভালো লাগলো।
  • হে নিরাকার! তোমার অশেষ কৃপায়
    পৃথিবীর বুকে আলোর দিশারী দেখিয়েছো
    হে মহান! তবে কেনো তুমি আজ আমায়
    অকূল সাগরে অশান্তির গভীরে ডুবিয়েছো?

    ভাল লাগল.....
  • জোছনা ভেজা মন ১৭/০৬/২০১৪
    Sundor hoyeche kobita
  • এস ইসলাম ১৭/০৬/২০১৪
    ভাল লাগল
  • সামিউল অভি ১৭/০৬/২০১৪
    valo laglo
  • আবু সাহেদ সরকার ১৭/০৬/২০১৪
    সুন্দর লাগলো কবি।
 
Quantcast