www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লাল টিপ পড়া মেয়েটি

বসন্তের কালে, কৃষ্ণচূড়ার লালে
হঠাৎ কারো আগমন,
রঙিন ওড়নাখানা বাতাসে দুলিয়ে
পায়ে নূপুরের গুঞ্জন।

তার রূপের মোহনায় মুগ্ধকর ছোঁয়া
চঞ্চুতে অনন্য হাসি,
চোখেতে মায়াভরা অপলক চাহনিতে
স্বপ্ন দেখেছি রাশি রাশি।

কপালের সূর্যের মত লাল টিপ যেন
প্রকৃতির রঙে মিশেছে,
কাজল-কালো চোখের পাপড়ি যেন
প্রজাপতির পাখা মেলছে।

নিশ্চুপ পাখিগুলো হঠাৎ জেগে উঠে
গানের সুরে মেতেছে,
মধুমাখা রূপের ঝলকে ব্যাকুল হয়ে
মনে রঙিন স্বপ্ন গেঁথেছে।

পিচঢালা পথে অবাধ্য হেঁটে চলায়
পথিকের অপলক দৃষ্টি,
তখনো পিছু পিছু অবিরাম চলমান
মনেতে আশার সৃষ্টি।

ক্ষণিকের এই এক পলক দৃষ্টিতে
কেড়ে নিলো সবকিছু,
স্বপ্নের মাঝে আজো হেঁটে চলি
তার-ই পিছু পিছু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জীবন্ত বারুদ ১৫/০৬/২০১৪
    অনবদ্য রচনা কবি
  • Mahfuza Sultana ১৫/০৬/২০১৪
    ভাল লাগলো অনেক বেশি!
  • মোঃওবায় দুল হক ১৫/০৬/২০১৪
    অসাধারন কবিতা!খুব ভালললাগ।
  • এস ইসলাম ১৪/০৬/২০১৪
    চমৎকার!
  • সুরজিৎ সী ১৪/০৬/২০১৪
    আপনার প্রতিটি কবিতা আমাকে মুগ্ধ করে।
  • টি আই রাজন ১৪/০৬/২০১৪
    অসাধারন উপমা, আর সৌন্দর্য‌্যের বর্ণনায় মুগ্ধ হলাম। শুভকামনা রইল। আজকের আমার বুনোহাসে আমন্ত্রণ।
  • আবু সাহেদ সরকার ১৪/০৬/২০১৪
    দারুন ছন্দের মিল! অনেক সুন্দর লাগলো কবি।
  • ভাবনা ও শব্দ চয়ন দারুণ হয়েছে --।
    • কবি মোঃ ইকবাল ১৪/০৬/২০১৪
      অসংখ্য ধন্যবাদ জসীম ভাই।
      • আপনাকেও ধন্যবাদ ----।
 
Quantcast