www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোথায় সেই বৃক্ষরাজি

বটবৃক্ষ তলে ক্লান্ত শরীরে বসা
একটু স্বস্তির আশায়,
শান্তির ছায়ায় ক্লান্তির অবসান করে
ঢাল ভেঙ্গে নিয়েছো আবার।

আজ কোথায় আমার প্রকৃতির ঘন অরণ্য?
কোথায় আজ শান্তির বৃক্ষচ্ছায়া?
আজ যেনো শুধুই দূসর মরুভূমি
অট্টালিকায় ভরা এই ধরনী।

দিনে দিনে বৃক্ষরাজির নিধনে
আজ বৃক্ষ শূণ্যে আমাদের বসবাস,
বৃক্ষ নিধন করে তৈরি ইটখোলা,
বায়ুপথে কালো ধোঁয়ার অবিরত চলাচলে
ব্যাহত বিশুদ্ধ বায়ুচলন।

অচিরেই দেখতে হবে বৃক্ষহীন এই বাংলা
থাকবেনা নির্মল বায়ু আর অক্সিজেন,
এখনি যেনো নিঃশ্বাস আঁটকে যায় যায়
তবুও অনাবরত বৃক্ষনিধন,
পুরিয়ে যাচ্ছে যেন প্রকৃতির জীবন।

চাই না এই ইটে গড়া শহর
চাই না কোন বহুতল আবাস,
আমি শুধু একটু শান্তি চাই,
আমি আমার অতীত অরণ্যকে চাই
আমি বৃক্ষে ঘেরা সোনার বাংলা চাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আজ কোথায় আমার প্রকৃতির ঘন অরণ্য?
    কোথায় আজ শান্তির বৃক্ষচ্ছায়া?
    আজ যেনো শুধুই দূসর মরুভূমি
    অট্টালিকায় ভরা এই ধরনী।
    .
    সুন্দর লিখেছেন কবি !
  • এস,বি, (পিটুল) ২৩/০৫/২০১৪
    Thanks diya soto korbo na dada. Sundor
  • সুরজিৎ সী ২৩/০৫/২০১৪
    চমৎকার! প্রকৃতি প্রেমের কবিতা লিখেছেন। শুভেচ্ছা রইল কবি।
  • তাইবুল ইসলাম ২৩/০৫/২০১৪
    কি করবেন গাছ এখন আসবাবপত্র বানানোর জিনিষ
    অক্সিজেন না!!!!!!
 
Quantcast