www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে যেতে চাই অতীতে

নতুনের ভূবনে নতুনকে পেয়ে আজ
ভুলেছি আমরা পুরাতনকে,
নতুনকে নিয়ে জগৎ সংসার সাজিয়ে
মনোচ্যুত করেছি অতীতকে।

এখন ফিরে যেতে চায় আবার জীবন
সেই অতীতের তরে,
নতুন বড়ই দুঃসহ আর কঠিনতর
বাঁধা আসে বারে বারে।

অতীত আমায় দিেয়ছিল যে চাওয়াগুলো
তা ছিলো বড়ই অনন্য,
নতুন যা দিয়েছে কেড়ে নিয়েছে দ্বিগুণ
পাওয়াগুলো ছিলো খুবই নগণ্য।

নতুনের শাসন যেন একচেটিয়া শোষণ
সাধারণরা বড়ই অসহায়,
লুটেপুটে খাচ্ছে লঘুগোষ্ঠীর রক্তের অর্জন
ন্যায়ের নেই কোন ঠাঁই।

এই রক্তচোষারাই নতুনের শাসনকর্তা
হিংস্র পশুর ন্যায় তারা,
অতীতকেই ফিরিয়ে দাও হে নিরাকার
আর আশ্রয় নেই তুমি ছাড়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • valo laglo
  • Mahfuza Sultana ০১/০৬/২০১৪
    সেরা ......................!!!!!
    • কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪
      ধন্যবাদ আপু। আপনার FB ID টা কি দেয়া যাবে???
      Kobi Md Iqbal আমার ID
      • Mahfuza Sultana ০১/০৬/২০১৪
        ইমেইল ID=
        [email protected]
        (amar FB te ovabe thik bosa hoina.)
  • রুমা চৌধুরী ২৮/০৫/২০১৪
    খুব সুন্দর কবিতা। নতুন আর পুরাতনের দ্বন্দ্ব। পুরাতন কে ই আমরা চাই। ভালবাসি। ভাল লাগল কবিতা টা। শুভেচ্ছা রইল।
  • চমৎকার হয়েছে ভাই।
  • সোহেল রানা বীর ২০/০৫/২০১৪
    ভালো
  • সুলতান মাহমুদ ২০/০৫/২০১৪
    দারুন
  • এস,বি, (পিটুল) ২০/০৫/২০১৪
    valo laglo kobi
  • সুরজিৎ সী ২০/০৫/২০১৪
    ""এই রক্তচোষারাই নতুনের শাসনকর্তা
    হিংস্র পশুর ন্যায় তারা,
    অতীতকেই ফিরিয়ে দাও হে নিরাকার
    আর আশ্রয় নেই তুমি ছাড়া।""

    অতীব বাস্তব অভিজ্ঞতা প্রকাশ করেছেন কবি
 
Quantcast