www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরকাল

এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে
তোমার-আমার একদিন,
যার যত কাজ আছে,তা পূর্ণ করো
পাপের সংখ্যা যে সীমাহীন।

দু'দিনের আগে-পরে সবাইকে যে
করে যেতে হবে পর,
আপন ঠিকানাখানা হবে যে তখন
সাড়ে তিন হাত কবর।

ধরনীতে সঙ্গী তোমার অনেকেই ছিলো
এখানে কেউ রবে না ভাই,
হাশরে তোমায় চিনবে না যে কেউই
তোমারও অচিন থাকবে সবাই।

পুণ্যকাজ যার অধিক এই পৃথিবীতে
মিযান ভারী হবে তার,
জান্নাত হবে তার আপন ঠিকানা
করবে শান্তির আহার।

পাপকাজে এ গগনে লিপ্ত ছিলো যারা
কঠিনতর শাস্তি করবে ভোগ,
আহারের বদলে পাবে রক্ত আর পোঁজ
ঠিকানা হবে কষ্টের দোযখ।

ইহকালের এই মায়া ছাড়তে যে হবেই
পরকালের ভাবনা করো ভাই,
পাপের ক্ষমাকারী একমাত্র যে বিধাতাই
বিকল্প আর কিছুই নাই।

বিধাতার পথে বাকী সময়টাকে এবার
পার করে দিয়ে যাও,
এতেই হয়তো খানিকটা হলেও তুমি
কঠিন পাপের ক্ষমা পাও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এস,বি, (পিটুল) ১৬/০৫/২০১৪
    bolar vasha nai
  • সজল ১৫/০৫/২০১৪
    bhalo likhechen
 
Quantcast