www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অলীক সুখের মোহ

সুখের সমুদ্রে স্নান করে দেখেছি
তৃপ্তিসাধন আমার হয়নি,
কষ্টের জলদিতেও সাঁতার কেটেছি
অপূর্ণতা আমার রয়নি।

সুখের পেছনে সময়কে ফেলেছিলাম
মিছে কারনে হারিয়ে,
ঐ অলীক সুখ আজ আমায় দিয়ে গেল
কষ্টের আগুনে পুড়িয়ে।

কপালের লিখনে হয়তোবা সুখের বিপরীতে
কষ্টটা আপন করেছে আমায়,
তাহলে কী আর বুঝতে পারতাম আমি
ঐ সুখের আসল পরিচয়।

সুখকর মোহে নিজেকে বিলীন করেছিলাম
শূণ্যটাই মিলেছিল আমার,
কষ্টজীবী হয়ে বেঁচে থাকবো আমি
সুখের সাধন হোক তোমার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নীরব রাজ ১৩/০৫/২০১৪
    ভালো হয়েছে ...।
  • এস,বি, (পিটুল) ১১/০৫/২০১৪
    Apnar facebook id ta ki pawa jaba
    • কবি মোঃ ইকবাল ১১/০৫/২০১৪
      আপনাকে দিয়েছিলাম সেদিন।
      www.facebook.com/kobi.m.iqbal
      • এস,বি, (পিটুল) ১১/০৫/২০১৪
        ধন্যবাদ কবি।
 
Quantcast