www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার আমার মিল

ঐ দেখো উত্তরের আকাশ কালো
দক্ষিণের আকাশটা নীল,
ঠিক যেমনটি তুমি আর আমি...
যেমনটি তোমার আমার মিল ।

কিছে দেখলেই যখন তোমার মুখে
বজ্রপাতের মত হঠাৎ করে আসে হাসি ,
তোমার সেই হাসি দেখে; হাসতে গিয়ে
আমার এসে যায়  তখন কাশি ।

ঐ দেখো আকাশ ভরা তারা
চাঁদের এই আলোকিত আঁধারে উড়ছে চিল ,
ঠিক যেমনটি তুমি আর আমি...
যেমনটি তোমার আমার মিল ।

রাত নেই; দিন নেই; তোমার পছন্দ
সাঁঝ গোঁজ ঘুম আর খাওয়া ,
সারা দিন পরে...
আমি এলে ঘরে...
অতি ক্ষুধায় চাই যখন খেতে ;
তোমার তখন হাত ব্যথা...
পা- ব্যথা শরীর ব্যথা...
ইচ্ছে হয় সুখের পরশ পেতে ;
স্রষ্টার কাছে যা- কখন ও হয়নি আমার চাওয়া ।


********* সমাপ্ত **********
তারিখ :   ৩১-১০-২০১২ ইং ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast