www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীরব হাসি

হে দয়াময় সৃষ্টিকারী
এ কেমন বিশ্ব করিলে সৃজন ,
একা একা ভাবি তাই –
ঘুম হীন জাগিয়া দু-নয়ন ।

কি অপরূপে সাজিয়েছো বিশ্বময়
যতোই দেখি দেখতে ইচ্ছে করে;
এ পথে নারী ও পথে নারী...
নিজ কর্ম শেষে ফিরছে বাড়ি ।

ভালবাসার বীজ বুনেছে আজ
নারী পুরুষ উভয়ে মিলে ,
হচ্ছে কলি ফুটছে ফুল
সেই গাছটির ডালে ।

মিলন মেলা হচ্ছে আজি
এ পৃথিবীর যেখানে সেখানে ,
সে সব দেখে হাসি কেবল
ভাববে কি মানুষ আমায় দেখে
বুঝবে কি কেউ – আমার এ হাসির মানে ।

কি করে মেলাও যোগফল প্রভু
এ বিশ্বময়ের অংক কষে ,
তোমার দ্বারা সবই সম্ভব
পারব না আমি পরব না
মিলাতে জীবনের সারাটা মাসে ।

………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৪/০৮/২০০৫ ইং ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast