www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের মীম-২

কবিতা
আমাদের মীম-২
-কে,এইচ,মাহাবুব
*****************************
আমার ছোট সোনা মীম
রোজ খেতে চায় ডিম
স্কুলে চায়না যেতে
খেলায় থাকে মেতে ।

যখন তখন যথা তথা
শুধু তাঁর টাকার কথা
না দিলে মুখটা ভারী
নিত্য তাঁর এমন আড়ি ।

রোজ রোজ লাগেনা ভালো
মুখটা এমন করলে কালো
ফেলে দিয়ে ভাঙ্গে আয়না
তবু রিমোট ভাঙ্গার বায়না ।

তারিখ : ১৫-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast