www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মলিন মুখ

এই তুমি এখনো ঘুমিয়ে আছো
দেখেছো বেলা কয়টা বাজে ?
বলেছিলাম না খুব সকালে জাগবো
যেতে হবে আমার স্কুলের কাজে ।

গভীর কুয়াশা আর প্রকট শীতে
তোমার মুখটা ও যে মলিনে ভরা,
খুব খারাপ লাগছে তোমায় দেখে
বল আমার আছে কি আর করা ।

ঠোঁট গুলো ও ফেটে চৌচির...
যেমন চৈত্র মাসের উর্বর জমি,
নিজের দিকেও একটু রেখো খেয়াল
ভেবনা আমার সময় নিয়ে তুমি ।

সূর্যের আলো পরেনি এখনো ঘরে
যে আলোতে আমি বেরিয়ে পরি ,
সময়টা ও যাচ্ছে না ঠিক জানা
বন্ধ হয়ে আছে দেয়ালের ঘড়ি ।

************ সমাপ্ত ***********
তারিখ : ১১-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast