www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কি আছে নারীর মাঝে

কি আছে নারী তোমার মাঝে
আছে চাঁদের আলোয়ে আলোকিত রূপ
চাঁদ দেখে পাগল নাহি হয় মানুষ
নারীর মাঝেই দিতে চায় ডুপ ।

কি আছে নারীর নারীত্ব ছাড়া
ওই নারীই কেরে নেয় পুরুষের মন,
ব্যথার পুরুষ হয়না পাগল
হয় পাগল মাতাল যে জন ।

ব্যথার্ত পুরুষ কখনও নারীকে খুঁজেনা
খুঁজেনা কখন ও নারীর নারীত্ব ,
ব্যথার্ত মানুষ ব্যথাই খুঁজে বেড়ায়
কাটাতে চায় জীবন একাকীত্ব ।

নারীকে সে জানায় ঘৃণা
ভালোবাসে বিরহ যন্ত্রণা ,
সুযোগ পেলে নারীর নারীত্ব
শ্বাসিয়ে নেয় নিজের মন
করেনা কখন ও মিলনের মন্ত্রণা ।

********* সমাপ্ত **********
তারিখ : ০৫-০২-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এফ সাকি ৩১/১২/২০১৩
    সুন্দর তাই চেয়ে থাকি।

    রূপ এর সাথে অন্তমিল রাখতে ডুপ লিখেছ।অথচ ডুপ কোন শব্দ আছে বলে আমার জানা নেই।বরং ডুব লিখলেও অন্তমিল ঠিক থাকে।
    • কে এইচ মাহাবুব ০৩/০১/২০১৪
      অন্তমিল রাখতে নয় এলাকা ভিত্তিক ভাসার ভিন্নতা আছে, যাই হোক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।
 
Quantcast