www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাবনার রাত

কবিতা
ভাবনার রাত
-কে,এইচ,মাহাবুব
*****************************

মাঝে মাঝে আমি ভীষণ ভাবে
ভাবনায় জড়িয়ে যাই,
সে ভাবনায় কখন ও কাটে দিনের কোনটা অংশ
কখন ও বা- পুরো রাতকে হারাই ।

এমন ভাবনা হয়তো আমার একারই...
আমি ভাবনার মানুষ বলে ,
কখন ও ভাবনাকে দূরে সরাতে পারিনা
স্বরণ করি বিধাতাকে- ভাবনা যাই ভুলে ।

কেন প্রতিনিয়ত এ জীবনের সৃষ্টি
নতুন গাছের অঙ্কুরের মতো ,
সৃষ্টি হয় নতুন নতুন জীবন
ভূমিষ্ট হয় মানব শিশু শতো শতো ।

হয়তো মানুষের জীবন মানুষ কাজে লাগিয়েছে
কাজে লাগিয়েছে জীবনের গতিপথ ,
হয়তো আমি আর আমার জীবনকে-
আর কখন ও কাজে লাগাতে পারবোনা
আমার এ জীবন ধ্বংসিত
হয়তো এমনি ফুরিয়ে যাবে রথ ।

জীবন নুতুন করে সৃষ্টি হলেও
আমার এ জীবন অঙ্কুরিতো হবেনা কখন ও ,
যে জীবন অনেক পুর্বেই সৃষ্টি হয়েছিল
ভালবাসার ব্যাথায় থাকে কি সচল আজ –ও ।

এ জীবন কোন অস্ত্রের কাছে পরাজিত নয়
পরজিত নয় নারীর সুন্দর দেহের কাছে ,
এ জীবন পরাজিত হয় মনের কাছে
যে- মনের ভালবাসায় মানুষ বাঁচে ।

*********** সমাপ্ত **********
তারিখ : ২২-০৫-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে এইচ মাহাবুব ২৭/১২/২০১৩
    পথিকের লক্ষ্য : আপনিও অসাধারণ ভালো মানুষ । আপনাকে নতুন পেয়ে ভালো লাগলো, পরের গুলো ও নিয়মিত দেখবেন আশা করি । ভাল থাকবেন ।
  • এফ সাকি ২৫/১২/২০১৩
    আরে ভালবাসা না থাকলে তুমি বেঁচে আছ কি করে।তোমার এই স্বরণেও কাজ হয়।স্মরণশক্তি এত ধারালো।ধ্বংসকে যে অবস্থা করেছ।আর নুতুনকে এমন নূতন জনম দিলে।অসাধারণ তুমি।
 
Quantcast