www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারীর অগ্রগতি

কবিতা
নারীর অগ্রগতি
-কে,এইচ,মাহাবুব *******************************

নারী আজ আর অতীতের মতো নেই
বুজতে শিখেছে নিজেকে নিয়ে
নিজেকে নিয়ে ভাবে অনায়াসে ,
ভালবাসার নাম করিয়া
মিথ্যে অভিনয়ে ভোলায় পুরুষ
পায় কি পুরুষ প্রতিদান অবশেষে ।

নারী শুধু নিতেই জানে...
দিতে জানে দেখিনী এমন একজন ,
কাছাকাছি এসেছে অনেকেই
দেখেছি তাদের ভাবিয়া আপনজন ।

যতো পেয়েছি সুখের পরশ
দুঃখ পেয়েছি তারও বেশী,
সুখ হারিয়ে যায় দুঃখের স্রোতে
কম হলে ভালো বাসাবাসি ।

কাছে এলে ডেউয়ে হারায় মন
মনে হয় কদম ফুলের পাপড়ির স্পর্শ ,
চলে গেলে আপন নীড়ে
হৃদয়ে বাঁধে দুঃখের সংঘর্ষ ।

এভাবে কি জীবন চলে
জল স্থল কিংবা আকাশে ,
তবে কি জীবনের এখানেই শেষ বিধাতা
না পেয়ে নারীর ভালোবাসা
নারীর স্পর্শে না মিসে ।

********* সমাপ্ত ***********
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১২/১২/২০০৪ ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast