www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাল্য বিয়ে

কবিতা
‘বাল্য বিয়ে'
-কে,এইচ, মাহাবুব
*************************              

কিরে তুই এখানে কি করছিস
দাঁড়ীয়ে আছিস কেনরে ?
কাপড় কিনব কাপড়
দাঁড়ীয়ে দাঁড়ীয়ে ভাবছি তাই ভাইরে ।

কার জন্য কাপড়
তোমার মার জন্য নাকি ?
মায়ের জন্য কেন
বউয়ের জন্য ।
তুই বিয়ে করেছিস
সে-কি !

বিয়ে করেছি আজ বহুদিন
বছর হল তিন চার ,
দিতে হবে মেয়ের বিয়ে
কেটে গেল ক’দিন আর ।

এ কি বলছিস তুই
বন্ধু তোর মাথা আছেতো ঠিক,
কি আর করব বল
কতদিন আর কাটাবো একা
এখন দেখি বিয়ের আগেই ছিলাম যে- ঠিক।

তুই তোর মেয়ে দিবি বিয়ে
আর আমার এখনও বিয়ে হয়নি
বিয়ে করাটা নাকি
অনেক কষ্টের অনেক ঝামেলার ,
বিয়েটা তাইতো আজও মেনে নেইনী ।

তোর বউ কি করে
কোন ডিষ্টিকে বাড়ি তাঁর ,
বাড়ি দিয়ে কি করব বল
সেইযে বিয়ে করেছি
যাইনী তো শ্বশুর বাড়ি আর ।

এই দুনিয় বড়ই  কষ্টের
কে রাখে কার খবর,
কর্ম নিয়ে ব্যাস্ত সবাই
রাত কেটে গিয়ে হলে ভোর ।

………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৭/০৮/২০০৫ইং ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ১৯/১১/২০১৩
    বাল্য বিয়ের উপরে অনেক সুন্দর উপস্থাপন। সত্যিই চমৎকার...
    শুভ কামনা কবি!
 
Quantcast