মাকড়সা
    কবিতা
মাকড়সা
-কে,এইচ, মাহাবুব
******************************
আট পায়ের মাকড়সা
থাকে ঘরের কোনে ,
ঘুরে ঘুরে নিজেই সে
নিজের বাসা বোনে ।
শিকার করে মশা মাছি
আরো হাজার পোকা ,
জালে পরলে রেহাই নেই
যতোই হোক চালক চতুর বোকা ।
নিজ সুতোয় নিজেই বুনে –
অতি সুক্ষ জাল ,
সেইজালে পড়লে ধরা
তোমার হবেই শেষ কাল ।
      
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৩/০৭/২০০৭ ইং ।
মাকড়সা
-কে,এইচ, মাহাবুব
******************************
আট পায়ের মাকড়সা
থাকে ঘরের কোনে ,
ঘুরে ঘুরে নিজেই সে
নিজের বাসা বোনে ।
শিকার করে মশা মাছি
আরো হাজার পোকা ,
জালে পরলে রেহাই নেই
যতোই হোক চালক চতুর বোকা ।
নিজ সুতোয় নিজেই বুনে –
অতি সুক্ষ জাল ,
সেইজালে পড়লে ধরা
তোমার হবেই শেষ কাল ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৩/০৭/২০০৭ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        আহমাদ সাজিদ ০১/১১/২০১৩ভালো লেগেে রে ভাই...
 - 
        কবীর হুমায়ূন ০১/১১/২০১৩সুন্দর!
আরো ছন্দতার ছোয়া থাকলে ভালো লাগতো। - 
        সাখাওয়াতুল আলম চৌধুরী. ০১/১১/২০১৩ভালো হয়েছে।
 - 
        Înšigniã Āvî ০১/১১/২০১৩besh daarun
 - 
        মীর শওকত ০১/১১/২০১৩বেশ লিখেছেন ।
 
