www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন-সমাধি

আমরা স্বপ্ন দেখে ক্লান্ত হইনা
হই বিভ্রান্ত, প্রতিনিয়ত দণ্ডিত হই।
আমাদের স্বপ্ন চারন ভূমিতে সবুজ ঘাসের নয়,
পোড়া বারুদের বিকট গন্ধ, কল্পলোকের খেয়ায়
আজ দুর্নিবার আকাঙ্ক্ষা নয়,
আঘাত হানে নিবীর্যের লজ্জা।

আমাদের দ্রোহ তাই রক্তিম নয়, রক্তাক্ত
আমাদের বিজয়ের উল্লাস তাই ভ্রান্তির কুহকে
প্রতিধ্বনিত। বৈষম্য আমাদের অদৃষ্টের অলঙ্কার।
সহসা প্রতিবাদী গান, মুক্তির শ্লোগান
ইতিহাসের ঘূর্ণিপাকে জীবন্ত হয় বারবার।
মুক্তি মেলে না, স্রেফ শোষকের হাতবদল।

এই মাটি আমাদেরই রক্ত ঘামে উর্বর,
এই সমাজ আমাদেরই সম্ভ্রম বিসর্জনে বলীয়ান।
এ শহরের রাজপথের প্রতিটি আঙিনা
আমাদেরই দৃপ্ত মিছিলের দম্ভে সরগরম।
এই দেশের কৃষ্ণচুড়া আমাদেরই বুকের তাজা
খুন মেখে রক্তিম লাল; এখানে ভোরের সূর্য
আমাদের রক্ত মাখা চেতনা।


বিজয় আমাদের কাছে আজ ক্যালেন্ডারে মাপা
২৪ ঘণ্টার উৎসব আয়োজন বিশেষ।
জাতীয় পতাকার লাল সবুজ আজ চেতনায় নয়,
পত পত উড়ছে দামী গাড়ির সম্মুখে স্রেফ।
স্বপ্নের রঙ সবুজ হলেই ইতিহাসের কালো মেঘের মতো
লাঠিচার্জ আর কাঁদুনে গ্যাস তা ধূসর করে দেয়।
সংগ্রামের পথ ধরে আবার স্বপ্ন দেখি আমরা,
ক্লান্ত হইনা। বিভ্রান্ত হই, দণ্ডিত হই বারংবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ১৮/১২/২০১৪
    তবুও কোন আলোর পৃথিবী
    স্বপ্নের সুর করে রচনা
    কিছুতেই তাকে ফেরানো গেলনা
    কিছুতেই তাকে ফেরানো গেলনা। ভালো লাগলো আপনার কবিতা ।
  • শিমুল শুভ্র ১৪/১২/২০১৪
    বিজয়ের মাসে সুন্দর কবিতা ।
  • সাইদুর রহমান ১৩/১২/২০১৪
    খুব সুন্দর লিখেছেন।
    অনেক শুভেচ্ছা।
  • হুম, ভাল ই লিখেছেন!!
  • কবিতায় জ্বলে ওঠেছে দ্রোহের আগুন।

    চেতনায় আর ওড়ে না পতাকা, ক্ষমতার বহিঃপ্রকাশই স্রেফ।

    কবিকে অভিনন্দন
  • এম এ সবুর ০৮/১২/২০১৪
    ভালো লাগলো।
  • অনিরুদ্ধ বুলবুল ০৮/১২/২০১৪
    "বিজয় আমাদের কাছে আজ ক্যালেন্ডারে মাপা
    চব্বিশ ঘন্টার উৎসব আয়োজন বিশেষ" - গতানুগতিক দেশপ্রেমের মাপা আয়োজন!
    ইতোপূর্বে অপর পাতায় পড়েছি, মন্তব্যও রেখেছি। আগের লেখাটি মনে হয় বেলা এগারটার আগে দিয়েছেন? ভাল থাকবেন। শুভ সন্ধ্যা।
    • জী কবি, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আজ অনেক দিন পর এই আসর দুইটিতে একটু বেশী সময় দিচ্ছি। অনেক দিন ঠিক মতো বসিনি।
 
Quantcast