www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতারিত বোধে

অসীম অভিশাপের নীল বিষের জলাঙ্গি বসুধা আজ
স্বার্থবাদের ঝাঁঝালো গরল ঢেলে দেয় হেলায়
মূল্যবোধের প্রতিনিয়ত বিলুপ্তি, মুমূর্ষু চেতনায়
সহসা ভূপতিত হয় মানবতা, ধ্বংসের প্রকাণ্ড তাণ্ডবে
অবলুপ্ত সভ্যতা ছেয়ে যায় শ্বাপদসংকুল  খাণ্ডবে।
বিপ্লবীর দেহে নিমেষেই যেন শবদেহের সাজ।

এখানে আজ কবিতা নয়, বাহবা পায় লেজুড়বৃত্তির বুলি
এখানে আজ কবিরা নিষ্পেষিত হয় পুলিশি বুটের তলায়
শৃঙ্খলিত হয় কবিতার অক্ষর আপনার স্বাধীন চলায়।
সুউচ্চ অট্টালিকার কক্ষে কক্ষে বাকময় নারিদেহে কুর্দন নৃত্যে
নিষিদ্ধ লালসায় খেলে যায় সব শোষকের দল কলুষিত চিত্তে।
শুভ্রতা নয় তাই রক্তের ধারা এঁকে যায় সব শিল্পীর তুলি।

প্রতারিত হয় মুক্তির আর্তি, ক্ষমতাবানের ভ্রান্তির ছলে,
মানবতার কফিনে শেষ পেরেক গাঁথে পুঁজিবাদের নিষ্ঠুর হাত
নিঃসাড় ম্রিয়মাণ সত্ত্বার ব্যর্থ অন্বেষণে মুক্তির রাঙ্গা প্রভাত।
কবিতাকে বিবস্ত্র করে ফ্যাশনের জিঙ্গেল গড়ে বিচ্যুত আধুনিকতা
নির্লজ্জ ধর্ষকামী চরিত্র নিমেষেই বনে যায় শিল্পের ত্রাতা।
দ্রোহের শব্দাবলী হতাশায় ভিড় করে নির্বাক কথাদের দলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একদম ১০/১০। খুব ভালো একটি কবিতা।
  • ভাল লাগল।
  • sabas kobi sabas
  • অনেক গুলো বিষয় ফুটে উঠেছে আপনার কবিতায়, সত্যি কথা বলতে শুধু কবিরাই পাড়ে তার লিখনির মাধ্যমে, কবি কলম শুধু তার প্রিয়ার জন্যই নয় সমাজের জন্যও, আপনার লেখার মাধ্যমে আপনি সেটাই প্রমান করে যাচ্ছেন । অনেক ভাল লাগলো কবি বন্ধু ।
  • অনিরুদ্ধ বুলবুল ২২/১০/২০১৪
    ঠিক বলেছেন; ক্ষমতাবানের পূঁজিবাদি হাত ক্রমে লুটে নিচ্ছে আমাদের শিল্প সংস্কৃতি। কবিতা ও বোধ নিয়ত ধর্ষিত হচ্ছে ক্ষমতা ও কাল টাকার ছোঁয়ায়। প্রতারিত বোধ থেকেই জন্ম নেয় বিষাক্ত প্রতিবাদ। প্রকাশে গভীর ক্ষোভ....

    'কলুচিত'কে কি এখানে 'কলুষিত' পড়ব?
  • মোহাম্মদ তারেক ২২/১০/২০১৪
    উত্তরণের উপায় খুঁজতে হবে বন্ধু.....
 
Quantcast