www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্লান্ত কবিতার যবনিকা

সবুজের কোলে শুয়ে আর স্বপ্ন দেখবে না কবি,
আর জেগে উঠবে না কবিতার প্রতিটি অক্ষরে অক্ষরে
গ্রথিত উন্মাদনা আর সৃজনের নন্দিত শব্দাবলী।
কোনো বরষায় বনলতাদের ভেজা শাড়ীতে সলজ্জ প্রকম্পন
আর ছবি হয়ে ধরা দেবেনা কবিতার শব্দ জুড়ে।

এখানকার আকাশ নীল হচ্ছে অস্ফুট বেদনার নীলে।
সেই স্বপ্ন- ঝরা পাতাদের নাচ মুছে গেছে কবেকার
নির্বোধ অতীতে। এখন শুধু পাতাই ঝরে আর গায়ে তার
শুষ্ক ফাটল, বছর বছরান্তের পিপাসায়।
পরে থাকে অবহেলায়, বোধের অসারতায় লীন।

ষোড়শীর দুরুদুরু বুকে আজ প্রেম-আকাংঙ্খা নেই,
আছে ভয়- ধর্ষকামীর ভয়ার্ত কালো হাতের।
তাই কবিতাও মুখ থুবড়ে পরে আছে -
অবহেলিত মোচড়ানো কাগজের বুকে
নোংরা গারবেজে...

যেখানে পরে আছে কবির নৈশব্দ যাতনা-
অবশেষে বুঝিলাম সীমার ওপারে শূন্যতায়,
সময়ের নির্মম নীরবতায়...
ক্লান্ত কবিতার যবনিকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চূড়ান্ত ০৫/১০/২০১৪
    ভালো লিখছেন, ভালো লাগছে ।
  • একনিষ্ঠ অনুগত ২৪/০৯/২০১৪
    বেশ ভালো লাগলো লেখা।
  • ষোড়শীর দুরুদুরু বুক আজ প্রমে- আকাঙ্ক্ষা নেই , আছে ভয়...।
    এক কথায় চমৎকার ।
    আকাঙ্ক্ষা বানানটা একটু দেখে নিবেন বন্ধু ।
  • সুন্দর হয়েছে।
  • মোহাম্মদ তারেক ২৪/০৯/২০১৪
    কবি অভিমানী, কবি আবেগী, কবি বাস্তববাদীও। কবির লেখনী কখনো সুরভিত কুসুম, কখনো ক্ষুরধার তলোয়ার। হার না মানার তীব্র স্পৃহা কবিকে করে তোলে অদম্য।.... অভিমানী কবি...অনেক ভালবাসা রইল।
  • এখানেই শেষ নয় এগিয়ে যেতে হবে বহুদুর। কবিরা থামে না। এগিয়ে যেতেই হবে।
 
Quantcast