www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সে অপ্সরা

দৃষ্টি যে তার স্বপ্নমাখা
সুচিস্মিতার বর্ণে আঁকা
মন যে আমার উদ্বেলে হায়
উর্বশী সে তাই বলে যায়
মিষ্টি ঠোঁটের স্নিগ্ধ হাসি
চিত্তে মম বাজায় বাঁশী
ছন্দ তান আর সুরে সুরে
তার ছোঁয়া আজ কাব্য জুড়ে
মৌমাতাল ওই বক্ষ যে তার
জাগিয়ে তোলে বাসনা আমার
পটল ছেড়া ও দুই চোখে
হারাই আমি কল্পলোকে
ছিপছিপে তনু কলসি কটি
আমার তাড়ায় দেয় যে ছুটি
দৃষ্টি আমার আবেগ ভেলায়
চপল কটির ছন্দ দোলায়
মৃদু সমীরে তার এলো চুল
ছুঁয়ে যেতে মোর হৃদয় ব্যাকুল
দুষ্টু হাওয়া অবাধ্যতায়
দস্যি হেসে ওড়না ওড়ায়
লাজুক আভা প্রান ফিরে পায়
সন্তরপি ওই মুখের মায়ায়
আবেগ ক্লিষ্ট ওই স্নিগ্ধতা
দূর করে শত বিবর্ণতা
তার চাহনির প্রভঞ্জনে
নব প্রভাত আজ সবার মনে
শ্যাম বরণ ওই মুখের ছবি
উল্লাসে তার মুগ্ধ কবি
জমিয়ে যে ভয় কলমটা কয়
রাগবে না সে তাই মনে হয়...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোহাম্মদ তারেক ২৩/০৯/২০১৪
    কবিতা যেন ছান্দসিক নদীর মতন...
    ছন্দ দোলায় ঘটে হিয়ার পতন...
    জলধী-তলদেশে বিছানো রতন...
    দেখে তাহা মহাখুশি ডুবুরি এ মন.....ভাললাগা প্রতি পরতে।
  • মাসুম মুনাওয়ার ২৩/০৯/২০১৪
    অসাধারণ লেখনি তবে ছন্দের দিকে মন দিলে আর ভাল হবে।
  • স্বপ্নীল মিহান ২৩/০৯/২০১৪
    ভালো লাগলো :)
  • একনিষ্ঠ অনুগত ২৩/০৯/২০১৪
    চমৎকার লাগলো আপনার লেখাটি ৮/১০।
  • বাহ ...। অনেক ভাল লাগলো ।
    প্রান > প্রাণ
  • বাহ বেশ সুন্দর হয়েছে। ভাবনাটা অসাধারন।
    • অসংখ্য ধন্যবাদ কবি বন্ধু
  • মল্লিকা রায় ২২/০৯/২০১৪
    বাহ্ খুব সুন্দর লাগলো কবিতা,শুভেচ্ছা রইল।
  • সে যে আসে যায়, সে যে আসে যায় যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহন. সুন্দর।
  • আবু সাহেদ সরকার ২২/০৯/২০১৪
    দারুন লাগলো কবি বন্ধু।
 
Quantcast