www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুল করেছিলে মাস্টার দা

হাওয়ায় উড়ছে উড়ছে-
এগলি থেকে ও গলি।
এর হাত থেকে ওর হাত।
একটি রঙিন শার্ট।
রক্তিম নয় রক্তাক্ত।
তাই নিয়ে আজ রাজনীতির স্ট্রেটেজিক হাতবদল।।
হ্যাঁ মাস্টার দা,
এ তোমারই আদর্শের রক্ত,
ঘৃণ্য নেতার নিকৃষ্ট রাজনৈতিক হাতিয়ার।
হাহাহা মাস্টার দা, বিপ্লব দীর্ঘজীবী হয়না,
স্বার্থের কাছে মাথা নুয়ে প্রলম্বিত হয়।
এখন বিপ্লবীর বড় যুদ্ধ- প্রতিক্ষা।
বিপ্লবীর রক্তমাখা শার্ট
আজ নেতার স্বার্থরক্ষার টিস্যুপেপার।
ভুল করেছিলে মাস্টার দা,
এ সার্ট উড়বেইঅনন্তকাল,
এগলি থেকে ওগলি,
এহাত থেকে ওহাত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ১৮/০৯/২০১৪
    এক কথায় দারুন লিখেছেন। ভালো লাগলো।
  • ভাল।
  • অনেক ভাল লাগলো। মাস্টার আসলেই ভুল করেছিল , বিপ্লব দীর্ঘজীবি হয়না ।।
    বানান গুলো একটু দেখে নিবেন,
    সার্ট > শার্ট , উরবেই > উড়বেই , দীর্ঘজীবী > দীর্ঘজীবি ,
    • ধন্যবাদ কবি, তবে আমি যতটুকু জানি দীর্ঘজীবী বানানটা ঠিক আছে। আর বাকি বানানগুলো সম্পাদনার মাধ্যমে ঠিক করে নিচ্ছি। আপনার প্রতি কৃতজ্ঞতা আপনার চমৎকার দিকনির্দেশনামূলক মন্তব্যের জন্য
      • দীর্ঘজীবী কবি বানান টা আমি যতদূর ভুল , আমি বাংলা একাডেমির বাংলা অভিধান থেকে বানানটা দেখেনিছি , কবিকে অসংখ্য ধন্যবাদ ।
        • আসলে "জীবী " শব্দটিই সঠিক, শুধুমাত্র "জীবিকা"র ক্ষেত্রে "জীবি" ব্যবহৃত হয় ।বাংলা একাডেমীর অভিধানের সূত্র থেকেই দেখলাম আমার জানার সীমাবদ্ধতাও থাকতে পারে।
          • আশা করি কবি বন্ধু মনে কিছু নিবেন না ।
          • দুঃখিত কবি বন্ধু আমার ই ভুল হয়েছে । ক্ষমা প্রার্থী। ...
            • কি বলছেন বন্ধু, কে কয়জন কবিবন্ধুর প্রেরণা পাই তার মধ্যে আপনি একজন । অনেক বেশী কৃতজ্ঞতা আপনার প্রতি।
  • ভালো লাগেলাে।
  • শুভেচ্ছা
  • রুমা চৌধুরী ১৭/০৯/২০১৪
    অসাধারণ। শুধু বলবো, উঠে দাঁড়িয়ে স্যালুট করলাম। লেখনী প্রতিভা অসাধারণ। বিষয়বস্তু ...তুলনাহীন।
    আমার আন্তরিক শুভেচ্ছা রইল।
    • আপনার মন্তব্যটি এই সাধারণ মানুষটিকে অনেক বেশী অনুপ্রেরণা দেবে। আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনার দেয়া সম্মানের জন্য। ধন্যবাদ কবি।
      • রুমা চৌধুরী ১৭/০৯/২০১৪
        আপনি আমার থেকে বয়সে অনেক ছোট কিন্তু আমার থেকে অনেক অনেক বড় কবি। আমি চেষ্টা করলে ও এই ধরনের কবিতা লিখতে পারব না। শুভেচ্ছা রইল।
        • ভুল আপু। আমি আপনার প্রায় সব কয়টি কবিতাই পড়ি । একটু আগেও "শূন্য নিত্য আবর্ত রচিছে সৃষ্টি মাঝে" কবিতাটি পড়েছি। ছন্দের সাথে ভাবের এমন অপরূপ সমন্বয় আমার লেখায় কখনোই ফুটে ওঠে না যেটা আপনার লেখায় অসাধারণ ভাবেই চিত্রিত হয়। আপনি অসম্ভব প্রতিভার অধিকারী।
 
Quantcast