www.tarunyo.com

অসময় সূর্যাস্ত

আগস্টের এক বিমূর্ত ভোর
কদমের মায়ায় সুবাসিত বাতাস
গাছের ডালে ডালে পাখিদের কলকাকলিতে
ভরা ছিল চারিপাশ ,
হঠাৎ নির্জনতার চাদর ভেঙে
গর্জে ওঠে মেশিনগান,
পাখিগুলো ভয় পায়
দেয় উড়াল অজানায়
বুলেটের খোসাগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে।


অকস্মাৎ
বাড়ির দেয়াল সব রক্তে রাঙিয়ে যায়
ছোপ ছোপ রক্ত
গাঢ় লাল,
জাতীয় পতাকার সবুজ জমিনের লাল বৃত্তটি
ওঠে ভরে শহীদের পবিত্র রক্তে ,
হঠাৎ করেই
যেন লাল রঙের মস্ত এক ঢেউ পড়ে
আছড়ে সারা বাংলার বুকে ।


সেদিন পলাশীর আম্রকানন যেন এসেছিল ফিরে
ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে,
এক‌টি প্রাণও পায়নি রেহাই
ছোট্ট রাসেল থেকে বঙ্গবন্ধু
সব শেষ - এক নিমিষেই।


আকাশের সূর্য যেন অস্তমিত হয়
বড় অসময়ে
সোনার বাংলা গড়ার মধুর স্বপ্ন
পথের ধুলায় পড়ে লুটিয়ে
ক্রমশঃ যায় হারিয়ে অতলান্তের আঁধারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast