www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাহিত্য

সাহিত্যের পূঁজি -
মধুমাখা স্মৃতি আর আবেগ,
ধারন করার মত মন,
আর শানিত বিবেক।
দেখার মত চোখ,
ভাবার মত ধৈর্য,
হজম করার মত মহত্ব,
আর মায়ের মত সহ্য।
পরিবেশটা যদি হয় অনুকুলে-
সাহিত্য প্লাবিত হয়-
দু'কুল ছাপিয়ে,
ভরা আষাঢ়ে।
শরতের শিউলি ফুলের মত-
কত না অজানা সাহিত্য!
রবি উঠার আগেই ঝরে যায়,
কে তার সন্ধান পায়?
সাহিত্য ফুটে -
মনে আর বনে,
মৌমাছি গুন গুন করে,
আগুন লাগা ফাগুনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast