সাহিত্য
    সাহিত্যের পূঁজি -
মধুমাখা স্মৃতি আর আবেগ,
ধারন করার মত মন,
আর শানিত বিবেক।
দেখার মত চোখ,
ভাবার মত ধৈর্য,
হজম করার মত মহত্ব,
আর মায়ের মত সহ্য।
পরিবেশটা যদি হয় অনুকুলে-
সাহিত্য প্লাবিত হয়-
দু'কুল ছাপিয়ে,
ভরা আষাঢ়ে।
শরতের শিউলি ফুলের মত-
কত না অজানা সাহিত্য!
রবি উঠার আগেই ঝরে যায়,
কে তার সন্ধান পায়?
সাহিত্য ফুটে -
মনে আর বনে,
মৌমাছি গুন গুন করে,
আগুন লাগা ফাগুনে।
মধুমাখা স্মৃতি আর আবেগ,
ধারন করার মত মন,
আর শানিত বিবেক।
দেখার মত চোখ,
ভাবার মত ধৈর্য,
হজম করার মত মহত্ব,
আর মায়ের মত সহ্য।
পরিবেশটা যদি হয় অনুকুলে-
সাহিত্য প্লাবিত হয়-
দু'কুল ছাপিয়ে,
ভরা আষাঢ়ে।
শরতের শিউলি ফুলের মত-
কত না অজানা সাহিত্য!
রবি উঠার আগেই ঝরে যায়,
কে তার সন্ধান পায়?
সাহিত্য ফুটে -
মনে আর বনে,
মৌমাছি গুন গুন করে,
আগুন লাগা ফাগুনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        আব্দুর রহমান আনসারী ২৫/১০/২০২০তুলনাহীন
- 
        সাইয়িদ রফিকুল হক ১৫/০৯/২০২০বেশ!
- 
        জাকির হোসেন `বিপ্লব' ১৪/০৯/২০২০সাহিত্যের পুঁজিই তো মধূমাখা
 এক খানা শীতল চাঁদরে জড়ানো
 এক প্রমোদ আরাম-দায়ক..
 খুবই ভাল এবং স্বাবলিল লেখনিতে
 ফুটায়ে তুলেছেন।।
 হার্দিক ভাল লাগা জানবেন প্রিয় কবিজী।।
- 
        ফয়জুল মহী ১৩/০৯/২০২০Beautiful pome


